ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনায় অবহিতকরণ কর্মশালা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৯ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০২১
ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনায় অবহিতকরণ কর্মশালা

মানিকগঞ্জ: মানিকগঞ্জে জাটকা ধরবো না, দেশের ক্ষতি করবো না- এ স্লোগানকে সামনে রেখে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় জেলা পর্যায়ে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার( ১৬ নভেম্বর ) দুপুরে জেলা পরিষদ মিলনায়তনে জেলা প্রশাসন ও জেলা মৎস্য অধিদপ্তর এ কর্মশালার আয়োজন করে ।

কর্মশালায় দেশে ইলিশের টেকসই উৎপাদন নিশ্চিত করতে জেলেদের বিকল্প কর্মসংস্থানে প্রশিক্ষণ ও  প্রণোদনা বৃদ্ধি , নিষিদ্ধ জাল উৎপাদন-বিপণন বন্ধ, নদীর নব্যতা বৃদ্ধিসহ নানা কর্মসূচির কথা বলা হয়।
এ 
সময় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ, বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ঢাকা বিভাগের মৎস্য অধিদপ্তরের উপ-পরিচালক মো. জিল্লুর রহমান, ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের পরিচালক মো. জিয়া হায়দার চৌধুরী, জেলার মৎস্য কর্মকর্তা মো. সাইফুর রহমান, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ইকবাল হোসেন, সিনিয়র এ এস পি নাছির উদ্দিন মল্লিক, প্রেস-ক্লাবের সাধারণ সম্পাদক বিল্পব চক্রবর্তী, উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জহিরুল ইসলাম আকন্দ-সহ মৎস্যজীবী, জনপ্রতিনিধি, সাংবাদিক ও সরকারি কর্মকর্তারা।
 
বাংলাদেশ সময়: ১৯২৪ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।