নাটোর: নাটোরে অপরাধ প্রবণতা কমতে শুরু করেছে। গত বছরের সেপ্টেম্বর মাসে যেখানে ৩৫৮টি অপরাধ সংঘটিত হয়েছিল।
মঙ্গলবার (১৬ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় ভার্চ্যুয়াল প্লাটফর্মে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় এ তথ্য জানানো হয়।
একইসঙ্গে আগামী ২৮ নভেম্বর অনুষ্ঠিতব্য জেলার লালপুর ও বাগাতিপাড়া উপজেলার ১৫টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে করার ঘোষণা দিয়েছেন জেলা প্রশাসন।
ভোটগ্রহণকালে পেশি শক্তি বা বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করলেই আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করা হয়।
জেলা প্রশাসক মো. শামীম আহমেদের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার লিটন কুমার সাহা, সিভিল সার্জন ডা. কাজী মিজানুর রহমান, বনপাড়া পৌরসভার মেয়র জাকির হোসেন, নাটোর প্রেসক্লাবের সভাপতি ফারাজী আহম্মদ রফিক বাবন প্রমুখ।
সভায় গত ১১ নভেম্বর অনুষ্ঠিত জেলার নাটোর সদর ও বড়াইগ্রাম উপজেলার ১২টি ইউনিয়ন পরিষদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় প্রশাসন ও জেলা পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যদের ধন্যবাদ জানান বক্তারা।
এছাড়া আগামী ২৮ নভেম্বর অনুষ্ঠিতব্য লালপুর ও বাগাতিপাড়া উপজেলার ১৫টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।
বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০২১
আরএ