ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

‘চেঙ্গী সেতু’ দেখতে গিয়ে লাশ হলেন যুবক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩২ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০২১
‘চেঙ্গী সেতু’ দেখতে গিয়ে লাশ হলেন যুবক

রাঙামাটি: রাঙামাটির নানিয়ারচর উপজেলার ‘চেঙ্গী সেতু’ দেখতে গিয়ে অটোরিকশা দুর্ঘটনায় চাইলাই মারমা (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন পিন্টু দাশ (৩২) ও উসাইমং মারমা (৩৩) নামে দুই যুবক।

 

মঙ্গলবার (১৬ নভেম্বর) বিকেলে উপজেলার বুড়িঘাট ইউনিয়নের ডাকবাংলো এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে তিন যুবক রাঙামাটি শহর থেকে অটোরিকশায় করে নানিয়ারচর উপজেলার ‘চেঙ্গী সেতু’ দেখার জন্য রওনা হন। পথে উপজেলার বুড়িঘাট ইউনিয়নের ডাকবাংলো এলাকায় পৌঁছে চালক হঠাৎ নিয়ন্ত্রণ হারালে উল্টে যায় অটোরিকশাটি। এসময় চাইলাই মারমা ঘটনাস্থলেই মারা যান ও বাকি দুইজন গুরুতর আহত হন।  

স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন। হতাহতরা সবাই রাঙামাটি শহরের ৫ নম্বর ওয়ার্ডের আসামবস্তী এলাকার স্থায়ী বাসিন্দা বলে জানান তারা।

নানিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর দায়িত্বরত চিকিৎসক ডা. দোলন দাশ বলেন, আহতদের সুচিকিৎসা দেওয়া হচ্ছে।

নানিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন হালদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য রাঙামাটি সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হবে।

বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।