চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গায় এসএসসি পরীক্ষার্থী মাহবুবুর রহমান তপু হত্যা মামলার আসামি ইমদাদুল হক আকাশ ও সুমন হোসেনের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
মঙ্গলবার (১৬ নভেম্বর) দুপুর দেড়টার দিকে চুয়াডাঙ্গার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট প্রথম আদালতের বিচারক মানিক দাস এ আদেশ দেন।
চুয়াডাঙ্গা কোর্ট পুলিশের পরিদর্শক কেএম জাহাঙ্গীর কবীর জানান, তপু হত্যা মামলায় গ্রেফতার হওয়া আসামি এমদাদুল হক আকাশ ও সুমন হোসেনের ১০ ও ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। আজ রিমান্ড শুনানির দিন ছিল। দুপুরে রিমান্ড শুনানি শেষে তাদের প্রত্যেকের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত। আসামি সুমনের জামিনের জন্য আবেদন করেন তার আইনজীবী। সুমনের জামিন আবেদন নামঞ্জুর করেন আদালত। পরে আসামিদের আবারও কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।
জানা যায়, গত ৭ নভেম্বর রোববার দুপুরে চুয়াডাঙ্গা পৌর এলাকার গুলশানপাড়ায় আল হেলাল মাধ্যমিক ইসলামী একাডেমিতে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানের সময় প্রেম সংক্রান্ত বিরোধের জেরে মাহবুবুর রহমান তপু নামে এক এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। ওইদিন রাত ১২টার দিকে বাদী হয়ে সাতজনের নাম উল্লেখ করে চুয়াডাঙ্গা সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন নিহতের মেজ ভাই আলীহিম মাসুদ।
** বিদায় অনুষ্ঠানে এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যা
বাংলাদেশ সময়: ২০৪২ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০২১
আরএ