কুমিল্লা: ১৪ হাজার পিস ইয়াবাসহ কুমিল্লায় মুন্সী আজমীর হোসেন (৩৫) নামে এক পুলিশ সদস্যকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার (১৬ নভেম্বর) দুপুরে জেলার দাউদকান্দি টোলপ্লাজার সামনে থেকে তাকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ সদ্যরা।
গ্রেফতার আজমীর হোসেন বাগেরহাট জেলার চিতলমারির কালিগাতী গ্রামের মুন্সী নুরুল ইসলামের ছেলে। তিনি চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানার বলীরহাট পুলিশ ফাঁড়িতে কনস্টেবল হিসেবে কর্মরত বলে জানা গেছে।
কুমিল্লা জেলা পুলিশের বিশেষ শাখার (ডিআইও) মনির আহমেদ বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে দাউদকান্দি টোলপ্লাজার সামনে আজমীর হোসেনের মোটরসাইকেলের গতিরোধ করা হয়। এ সময় তার সঙ্গে থাকা ব্যাগে তল্লাশি চালিয়ে ১৪ হাজার পিস ইয়াবা জব্দসহ আজমীরকে গ্রেফতার করা হয়। তবে মোটরসাইকেলটি নিয়ে পালিয়ে যান তার সঙ্গে থাকা শাহ আলম নামে একজন। আজমীর চট্টগ্রাম থেকে ইয়াবা নিয়ে ঢাকা যাচ্ছিলেন।
গ্রেফতার আজমীরের নামে কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) পরিমল চন্দ্র দাস বাদী হয়ে দাউদকান্দি থানায় একটি মামলা দায়ের করেছেন।
মামলার বাদী এসআই পরিমল দাস জানান, গ্রেফতার আজমীর নিজেকে পুলিশের লোক বলে দাবি করেছেন। বিষয়টি অধিকতর নিশ্চিত হওয়ার জন্য চট্টগ্রাম মেট্রপলিটন পুলিশকে চিঠি দেওয়া হয়েছে। পলাতক শাহ আলম সম্পর্কেও বিস্তারিত জানা যায়নি।
বাংলাদেশ সময়: ২২০০ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০২১
এসআরএস