ফরিদপুর: ফরিদপুরের আলফাডাঙ্গায় চুরির অপবাদে মশিউর রহমান নামে এক ভ্যানচালককে বাড়ি থেকে ডেকে নিয়ে মারধর করার অভিযোগ উঠেছে বানা ইউনিয়নের সাবেক প্যানেল চেয়ারম্যান খোকন মোল্যার বিরুদ্ধে।
এ ঘটনায় ভ্যানচালকের স্ত্রী আসমা বেগম বিচারের দাবিতে থানায় লিখিত অভিযোগ করেছেন প্যানেল চেয়ারম্যানসহ ৪ জনের বিরুদ্ধে।
মঙ্গলবার (১৬ নভেম্বর) রাতে আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. ওয়াহিদুজ্জামান লিখিত অভিযোগের বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন।
জানা যায়, গত ৯ নভেম্বর সকাল ৯টার দিকে উপজেলার গড়ানিয়া গ্রামের ভ্যানচালক মশিউরকে নিজ বাড়ি থেকে ডেকে নিয়ে সাবেক প্যানেল চেয়ারম্যান খোকন মোল্যার নিজ মোটরসাইকেলের পেছনে উঠিয়ে একই গ্রামে তানভির আহমেদ আশিকের বাড়িতে নিয়ে যান। সেখানে চুরির অপবাদে হাত-পা বেঁধে মধ্যযুগীয় কায়দায় কয়েকজন মিলে নির্যাতন চালায়। পরে তাকে পুলিশের হাতে তুলে দেন। এ ঘটনায় গ্রামবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
ওই গ্রামের জামান মোল্ল্যা, দেলোয়ার হোসেন, আলিম শেখ, হাসেম শেখ, রফিকুল শেখ নামে কয়েকজন ঘটনাটির নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, বিষয়টি খুবই দুঃখজনক। জনপ্রতিনিধি কখনো নিজের হাতে আইন তুলে নিতে পারে না।
ভ্যানচালক মশিউরের মা ও স্ত্রী বলেন, মশিউর ওই রাতে বাড়িতে ছিল। খোকন চেয়ারম্যান সকালে মোটরসাইকেলে করে তুলে নিয়ে যায় তানভীরের বাড়িতে। পরে মশিউরকে গাছের সঙ্গে বেঁধে রড ও লাঠি দিয়ে মারধর করে থানায় দেয়।
বানা ইউনিয়নের সাবেক প্যানেল চেয়ারম্যান খোকন মোল্যা সব অভিযোগ অস্বীকার করে বলেন, ওই দিন রাতে তানভীরের বাড়িতে চুরি হয় সেসময় তানভীরের স্ত্রী মশিউরকে ঘরের মধ্যে দেখতে পায়। সেজন্য মশিউরকে বাড়ির সামনে থেকে ডেকে তানভীরের বাড়িতে নিয়ে যাওয়া হয় এবং পরে থানায় খবর দিয়ে পুলিশে দেওয়া হয়।
বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওহিদুজ্জামান বলেন, বানা ইউনিয়ানের সাবেক প্যানেল চেয়ারম্যান খোকন মোল্যার বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ০৮০৪ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০২১
আরএ