ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

একাব্বরের মৃত্যুতে জাতীয় সংসদে শোক প্রস্তাব

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৭ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০২১
একাব্বরের মৃত্যুতে জাতীয় সংসদে শোক প্রস্তাব

ঢাকা: একাদশ জাতীয় সংসদের আওয়ামী লীগ থেকে নির্বাচিত টাংগাইল-৭ আসনের সংসদ সদস্য মো. একাব্বর হোসেনের মৃত্যুতে সংসদের অধিবেশনে শোক প্রস্তাব আনা হয়েছে।  

বুধবার (১৭ নভেম্বর) সংসদের অধিবেশনের শুরুতেই স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এ শোক প্রস্তাব উপস্থাপন করেন।

স্পিকার এই অধিবেশনে সভাপতিত্ব করেন।

মঙ্গলবার (১৬ নভেম্বর) দুপুরে একাব্বর হোসেন সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান। সংসদের রীতি অনুযায়ী অধিবেশন চলাকালে কোনো সংসদ সদস্য মারা গেলে তার ওপর শোক প্রস্তাব উপস্থাপন হয়। উপস্থাপিত শোক প্রস্তাবের ওপর আলোচনার পর ওই দিন সংসদ অধিবেশনে অন্যান্য কার্যক্রম স্থগিত রেখে অধিবেশন মুলতবি করা হয়।

একাব্বর হোসেনের শোকা প্রস্তাব উপস্থাপনের পর তার ওপর আলোচনা শুরু হয়। আলোচনায় অংশ নেন আব্দুস সোবহান গোলাপ, বেনজির আহমেদ, ছোট মনির, আনোয়ারুল আজিম।

বাংলাদেশ সময়: ১১৫৫ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০২১
এসকে/এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।