ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বান্দরবানে পোড়ানো হলো মাদকদ্রব্য 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১০ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০২১
বান্দরবানে পোড়ানো হলো মাদকদ্রব্য  ছবি: সংগৃহীত

বান্দরবান: বান্দরবানে বিভিন্ন মামলার আলামত হিসেবে জব্দকৃত মাদকদ্রব্য পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

মঙ্গলবার (১৬ নভেম্বর) বিকাল সাড়ে ৪টায় বান্দরবান পার্বত্য জেলার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এ এস এম এমরান এর উপস্থিতিতে এসব মাদকদ্রব্য পোড়ানো হয়।

ম্যাজিস্ট্রেট এ এস এম এমরান বাংলানিউজকে বলেন, বিভিন্ন মামলার আলামত হিসেবে রক্ষিত মাদক ৭ কোটি ৫ লাখ ৬ হাজার টাকা মূল্যের ৯ কেজি ৭৮০ গ্রাম আফিম, ১০ লিটার ৫০০ গ্রাম চোলাই মদ গর্তে ঢেলে ও আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১২০০ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০২১ 
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।