মেহেরপুর: আগ্নেয়াস্ত্র নিয়ে আওয়ামী লীগের নির্বাচনী জনসভায় যোগদানকারী সেই ব্যবসায়ী আব্দুল হান্নানের আগ্নেয়াস্ত্রের লাইসেন্স বাতিল করেছে জেলা প্রশাসন।
আগ্নেয়াস্ত্রের ব্যবহার বিধি অমান্য করায় মঙ্গলবার (১৬ নভেম্বর) জেলা প্রশাসন থেকে লাইসেন্স বাতিল করা হয়।
মেহেরপুর জেলা প্রশাসক ড. মুনসুর আলম খান এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে ৫ নভেম্বর গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রহমান রাতে ব্যবসায়ী আব্দুল হান্নানকে থানায় ডেকে নিয়ে শর্টগানটি (আগ্নেয়াস্ত্রটি) থানায় জমা নেন।
জানা যায়, ৩ নভেম্বর (বুধবার) বিকেলে গাংনী উপজেলার কুতুবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কাথুলি ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী গোলজার হোসেনের নির্বাচনী কর্মীসভা অনুষ্ঠিত হয়। জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল হালিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গাংনী উপজেলা পরিষদ চেয়ারম্যান এমএ খালেক।
নির্বাচনী কর্মী সভার মঞ্চে প্রধান অতিথির পাশেই শর্টগান নিয়ে মহড়া দেওয়ার বিষয়ে সংবাদ প্রকাশের পর প্রশাসনের নজরে আসেন ব্যবসায়ী আব্দুল হান্নান।
বিষয়টি নিয়ে বিভিন্ন মিডিয়াতে সংবাদ প্রকাশিত হয়। সমালোচনার মুখে পড়ে পুলিশ প্রশাসনসহ নির্বাচন কমিশন।
আরো পড়ুন>
** আ.লীগ প্রার্থীর সভায় অস্ত্র হাতে কে?
** ব্যবসায়ী হান্নানকে থানায় ডেকে অস্ত্র জমা নিলেন ওসি
বাংলাদেশ সময়: ১২১০ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০২১
আরএ