ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ট্রেনের ধাক্কায় ৩ টুকরো হলো সিমেন্টভর্তি ট্রাক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৭ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০২১
ট্রেনের ধাক্কায় ৩ টুকরো হলো সিমেন্টভর্তি ট্রাক

টাঙ্গাইল: ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ট্রেনের ধাক্কায় সিমেন্টভর্তি একটি ট্রাক তিন টুকরো হয়ে গেছে।  

বুধবার (১৭ নভেম্বর) ভোরে কালিহাতী উপজেলার ভাবলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলওয়ে স্টেশন মাস্টার মাসুম আলী বাংলানিউজকে জানান, রংপুর এক্সপ্রেস ভোরে রংপুর থেকে ঢাকা যাচ্ছিল। ঘটনাস্থলে পৌঁছলে ওই ট্রাকটি ট্রেন লাইনে ওঠে ট্রেনের সঙ্গে ধাক্কা লাগে। এ ঘটনায় ট্রেনের ইঞ্জিনের ক্ষতি হয়।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম বাংলানিউজকে জানান, ধারণা করা হচ্ছে চালক নিয়ন্ত্রণ হারনোয় ট্রাকটি ট্রেন লাইনের উপরে উঠে যায়। এতে ট্রেনের ধাক্কায় ট্রাকটি তিন টুকরো হয়ে যায়। ট্রাকের বডি, চেচিস ও ইঞ্জিন আলাদা হয়ে যায়। ট্রাকটি উদ্ধার কার্যক্রম চলছে। ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেছে।

বাংলাদেশ সময়: ১৫২১ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।