ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বাসে হাফপাস: আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা!

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৬ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০২১
বাসে হাফপাস: আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা!

ঢাকা: রাজধানীর মহাখালীতে বাসে ছাত্রদের জন্য হাফ ভাড়ার দাবিতে রাস্তা অবরোধ করা শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা ঘটছে। এ ঘটনায় কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানা গেছে।

বুধবার (১৭ নভেম্বর) মহাখালীতে সরকারি তিতুমীর কলেজের সামনে এ ঘটনা ঘটে।

ট্রাফিক পুলিশের একটি সূত্রে জানা গেছে, তিতুমীর কলেজের সামনে ও এর আশপাশ এলাকায় সাধারণ শিক্ষার্থীরা সকাল ১১টার দিকে আন্দোলন শুরু করেন। বাসে শিক্ষার্থীদের হাফপাসের দাবিতে এ আন্দোলন করেন শিক্ষার্থীরা।

এদিকে, শিক্ষার্থীদের অবরোধের রাস্তায় যানচলাচল বন্ধ হয়ে যায়। এ সময় আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর একটি গ্রুপ হামলা চালায়। এতে শিক্ষার্থীদের দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করে। তবে পুলিশ আসার আগে ঘটনাস্থল ছেড়ে তারা চলে যান।

এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক গুলশান বিভাগের মহাখালী জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) আশফাক আহমেদ জানান, তিতুমীর কলেজের শিক্ষার্থীরা ও আশপাশে আরও কয়েকটি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বাসে হাফ ভাড়ার দাবিতে সকাল পৌনে ১১টার দিকে রাস্তা অবরোধ করে আন্দোলন করছিল। এ সময় শিক্ষার্থীদের আরেকটা গ্রুপের সঙ্গে আন্দোলনরত শিক্ষার্থীদের ঝামেলা হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে টিম পাঠানো হলেও কাউকে পাওয়া যায়নি। পুলিশ আসার আগেই শিক্ষার্থীরা ঘটনাস্থল ছেড়ে চলে যান। এরপর থেকে সড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়।

এ বিষয়ে বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আযম মিয়া বলেন, এমন কোনো কিছুই আমাদের জানা নেই।

বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০২১
এসজেএ/এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।