ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

খোর‌শে‌দের বিরু‌দ্ধে গ্রেফতারি প‌রোয়ানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২০ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০২১
খোর‌শে‌দের বিরু‌দ্ধে গ্রেফতারি প‌রোয়ানা

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও করোনার সময়ে আলোচিত ‘করোনা বীর’ খ্যাত মাকছুদুল আলম খন্দকার খোরশেদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত।

বুধবার (১৭ নভেম্বর) এক নারীর দায়ের করা মামলার প্রেক্ষিতে পিবিআইয়ের প্রতিবেদন শুনানী শেষে নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনালের বিচারক নাজমুল হাসান শ্যামলের আদালত আদালত ওই পরোয়ানা জারি করেন।

একই আদালতে খোরশেদের বিরুদ্ধে অভিযোগ করেন ওই নারী। আদালত অভিযোগটি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেয়। মামলার বাদী নারায়ণগঞ্জ-মুন্সীগঞ্জ সিএনজি ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি।

গত ৪ নভেম্বর আদালতে মামলার তদন্ত কর্মকর্তা পিবিআইয়ের উপ-পরিদর্শক (এসআই) তৌহিদুল ইসলাম প্রতিবেদন জমা দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের পিপি রকিব উদ্দিন।

বাংলাদেশ সময়: ১৮১৯ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০২১
কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।