ঢাকা: ক্যাডার বহির্ভূত ২১ কর্মকর্তাকে সহকারী সচিব পদে পদোন্নতি দিয়েছে সরকার।
জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে বুধবার (১৭ নভেম্বর) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রশাসনিক ও ব্যক্তিগত কর্মকর্তা থেকে পদোন্নতির পর তাদেরকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, ২১ জন প্রশাসনিক ও ব্যক্তিগত কর্মকর্তাকে সহকারী সচিব (ক্যাডার বহির্ভূত) পদে পদোন্নতি দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা পদে নিয়োগ করা হলো।
জাতীয় বেতনস্কেল, ২০১৫ অনুযায়ী তারা ৯ম গ্রেডে বেতন-ভাতা পাবেন বলে প্রজ্ঞাপনে জানানো হয়।
বাংলাদেশ সময়: ১৮৩৩ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০২১
এমআইএইচ/এএটি