ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

শিক্ষার্থীকে ধর্ষণ, মাদ্রাসার প্রিন্সিপাল গ্রেফতার 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৩ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০২১
শিক্ষার্থীকে ধর্ষণ, মাদ্রাসার প্রিন্সিপাল গ্রেফতার 

গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশনের কাশিমপুর এলাকায় মাদ্রাসার শিশু শিক্ষার্থীকে (১৩) ধর্ষণ এবং ধর্ষণের দৃশ্য ভিডিও করার অভিযোগ পাওয়া গেছে। এ অভিযোগে এক মাদ্রাসার প্রিন্সিপালকে গ্রেফতার করেছে পুলিশ।

 

গ্রেফতারকৃত মো. হাদিউজ্জামান (৩৮) যশোরের কেশবপুর উপজেলার মির্জাপুর সরদাপাড়া এলাকার মৃত জাবেদ আলী সরদারের ছেলে এবং কাশিমপুর বাগবাড়ী এলাকায় দারুস সুন্নাহ নুরানী হাফিজিয়া মাদ্রাসার প্রিন্সিপাল।

মামলার এজাহার ও পুলিশ জানায়, কাশিমপুর বাগবাড়ী এলাকায় দারুস সুন্নাহ নুরানী হাফিজিয়া মাদ্রাসার এক শিশু শিক্ষার্থীকে (১৩) প্রায় এক বছর আগে ধর্ষণ করে মাদ্রাসার প্রিন্সিপাল হাদিউজ্জামান। এ সময় তিনি কৌশলে ধর্ষণের দৃশ্য ধারণ করেন। পরে ওই শিশুকে ধর্ষণের ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে এক বছর ধরে বিভিন্ন সময়ে শিশুটিকে ধর্ষণ করেন। হাদিউজ্জামানের দুটি স্ত্রী এবং সন্তান রয়েছে।

বিষয়টি জানতে পেরে গত ১৬ নভেম্বর শিশুটির বাবা বাদী হয়ে কাশিমপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯ (১) ও পর্নোগ্রাফি আইনের ৮ (১) (২) ধারায় মামলা দায়ের করে। পরে ওই দিন রাতেই পুলিশ অভিযান চালিয়ে ধর্ষণের অভিযোগে হাদিউজ্জামানকে গ্রেফতার করে।  

কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবে খোদা জানান, ধর্ষণের অভিযোগে মাদ্রাসার প্রিন্সিপালকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া শিশু শিক্ষার্থীর নগ্ন ভিডিও, ছবি এবং একটি স্মার্টফোন জব্দ করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ২২০০ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০২১ 
আরএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।