ঢাকা: নির্বাচনে সংঘাত বন্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নির্বাচন নিয়ে কোনো প্রাণহানি হোক চাই না।
সাম্প্রতিক যুক্তরাজ্য ও ফ্রান্স নিয়ে বুধবার (১৭ নভেম্বর) গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
সংবাদ সম্মেলনে গণভবন এবং প্রধানমন্ত্রীর কার্যালয় প্রান্ত থেকে সাংবাদিকরা অংশ নেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘নির্বাচন নিয়ে কোনো রকম প্রাণহানি হোক আমরা কখনো এটা চাই না। এটা হওয়া উচিত না। যেখানে যেখানে এ ধরনের ঘটনা ঘটেছে সেখানে সেখানে ব্যবস্থা অবশ্যই আমরা নেবো, নিচ্ছি। ’
শেখ হাসিনা বলেন, ‘বাংলাদেশের ইতিহাসে নির্বাচনে সহিংসতা, কোন নির্বাচনে কবে না হয়েছে। সেটা হলো বাস্তব। তবে এটা ঠিক এবারে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে এর আগেও হয়েছে, এখনো হচ্ছে, কিন্তু সেটা হোক আমরা চাই না। ’
‘এই যে মানে একটা হানাহানি, প্রাণ হারা হবে মানুষ ভোট দিতে গিয়ে এটা কখনো আমাদের কাছে গ্রহণযোগ্য না। ’
দলীয় প্রতীকে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন বিষয়ে আওয়ামী লীগ সভাপতি বলেন, ‘মুশকিল হচ্ছে এখানে আমরা শুধু চেয়ারম্যানের পদে আমরা প্রতীক দিচ্ছি। কিন্তু সেখানে মেম্বারদেরও নির্বাচন হয়। সেটাতে তো কোনো প্রতীক থাকে না। ’
‘আপনারা যদি ঘটনাগুলো দেখেন মেম্বারদের মধ্যেও গোলমাল। তাদের মধ্যেও মারামারি কাটাকাটি। শুধু যে চেয়ারম্যানে প্রতীক দিচ্ছে বলে সংঘাত হচ্ছে তা কিন্তু না। আবার তৃণমূলে নমিনেশন একজনকে দেওয়া হচ্ছে, আরও অনেকের আকাঙ্খা থাকে তারাও (নির্বাচনে) যাচ্ছে। ’
অন্য দলগুলো চালাকি করে দলীয় প্রতীক ছাড়া নির্বাচন করছে মন্তব্য করে শেখ হাসিনা বলেন, ‘নির্বাচন তো সবাই করছে। আমরা যেমন আওয়ামী লীগের নামে করছি, বিএনপি নাম ছাড়া করছে। অন্যান্য দলও করছে। করছে না তা কিন্তু না। কারণ তারা সিদ্ধান্ত নিয়েছে তারা দল নিয়ে করবে না। ’
‘সেদিক থেকে তাদের চালাকিটা ভালোই, এটা আমি বলবো। ভালোই চালাকি তারা করে নিয়েছে। নির্বাচনও করছে, মারামারিও করছে আবার উস্কায়ে দিচ্ছে, আবার আমাদের বিদ্রোহীকে সমর্থন দিয়ে সেখানে মারামারি বাধিয়ে দিচ্ছে। এটাতো হচ্ছে। কাজেই সেটাও খোঁজ করেন এই হানাহানিগুলো কোথায় হচ্ছে। ’
আওয়ামী লীগের কেউ সংঘাত করলে ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে শেখ হাসিনা বলেন, ‘আমার দলে যেগুলো হবে আমরা অবশ্যই ব্যবস্থা নেবো। শুধু ব্যবস্থা না, আমরা যাকে নমিশন দিয়েছি তার বাইরে যারা নির্বাচন করেছে যতই ভালো প্রার্থী হোক আমরা কিন্তু বিদ্রোহীদের নমিনেশন দেইনি। ’
তিনি বলেন, ‘আমার দলে কোন নেতৃত্ব সেটা ইউনিয়ন পর্যায়ে হোক বা ওয়ার্ড পর্যায়েই হোক, উপজেলা পর্যায়ে হোক, জেলা পর্যায়ে হোক, যারাই দলীয় সিদ্ধান্তের বাইরে কাজ করেছে তাদের বিরুদ্ধে আমরা যথাযথ ব্যবস্থা নেবো। কিন্তু এর বাইরে যারা এ ধরনের হানাহানি করলো তাদের ব্যাপারে... যেহেতু তারা দলীয় নমিশনে করেনি তাই তাদের নামটা আসছে না। ’
আরও পড়ুন>>
>>> খালেদাকে বাসায় থাকতে দিয়েছি, এটা কি যথেষ্ট নয়?
বাংলাদেশ সময়: ০৭২৫ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০২১
এমইউএম/এসকে/আরআইএস