ঢাকা: সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী আরআর এ অবস্থিত বাংলাদেশি কৃষি শ্রমিকদের কর্মক্ষেত্র একটি কৃষি ফার্ম পরিদর্শন করেছেন। বাংলাদেশি কৃষি শ্রমিকরা সেখানে লাল শাক, মুলা, টমেটো, ফুলকপিসহ বিভিন্ন শীতকালীন সবজি ও ডালিম, জলপাইয়ের সফল চাষাবাদ করছেন।
বুধবার (১৭ নভেম্বর) রিয়াদের বাংলাদেশ দূতাবাস এ তথ্য জানায়।
প্রায় ৪০ জন বাংলাদেশি শ্রমিক ওই কৃষি ফার্মটিতে কাজ করছেন। রাষ্ট্রদূত এ সময় কৃষি শ্রমিকদের মরুভূমিতে চাষাবাদের অভিজ্ঞতার কথা শোনেন ও তাদের প্রশংসা করেন। তিনি মরুভূমিতে কৃষি কাজে বাংলাদেশি শ্রমিকরা উল্লেখযোগ্য অবদান রাখছেন বলে উল্লেখ করেন।
এ সময় দূতাবাসের ইকনমিক কাউন্সেলর মুর্তুজা জুলকার নাঈন নোমান ও কাউন্সেলর মো. বেলাল হোসেন উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ০৮৫৮ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০২১
টিআর/এমআরএ