ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

জোড়া খুন মামলার প্রধান আসামি পেয়েছেন ৬৫ ভোট

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৮ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০২১
জোড়া খুন মামলার প্রধান আসামি পেয়েছেন ৬৫ ভোট

মেহেরপুর: মেহেরপুরের গাংনী উপজেলার কাথুলি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে নির্বাচনে জোড়া খুন মামলার প্রধান আসামি আতিয়ার রহমান ফুটবল মার্কা প্রতীকে পেয়েছেন মাত্র ৬৫ ভোট। আর তার প্রতিদ্বন্দ্বী আজমাইন হোসেন টুটুল মোরগ মার্কা প্রতীকে ৮৪৫ ভোট পেয়ে দ্বিতীয়বার মেম্বর নির্বাচিত হয়েছেন।

আজমাইন হোসেন টুটুল জানান, আতিয়ার রহমান এবার বিপুল ভোটে পরাজিত হবে বুজতে পেরে সে আমাকে বিভিন্ন ভাবে হুমকি দেয়া শুরু করে। এমনকি নির্বাচন থেকে সড়ে দাঁড়াতেও হুমকি দেয়। তবে এতে আমি অসম্মতি জানালে সে সরাসরি হত্যার হুমকি দিতে থাকে। সে পূর্বপরিকল্পিতভাবে আমাকে হত্যার চেষ্টাও করে। কিন্তু হামলার দিন আমি বাঁচলেও সন্ত্রাসীদের হাতে দুই জন নিহত হন। এ ঘটনায় থানায় মামলাও করা হয়েছে।

তিনি বলেন, আতিয়ার রহমান এখন পলাতক অবস্থায় বিভিন্নভাবে হুমকি দিচ্ছেন।  রোববার রাতে মামলার প্রধান আসামি আতিয়ার, শহিদুল গ্রামে এসেছিলেন। পরে পুলিশকে খবর দিলে তার দ্রুত গ্রাম ছেড়ে চলে যায়।

বাংলাদেশ সময়: ঘণ্টা, নভেম্বর ১৮, ২০২১
এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।