ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

পাঁচশিড়ার মাছমেলায় ৩৫ কেজির কাতল ৪২ হাজারে বিক্রি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৮ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০২১
পাঁচশিড়ার মাছমেলায় ৩৫ কেজির কাতল ৪২ হাজারে বিক্রি

জয়পুরহাট: জয়পুরহাটের কালাই উপজেলার পাঁচশিড়া গ্রামে প্রতি বছরের মতো এবারও নবান্ন উপলক্ষে মাছের মেলা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ নভেম্বর) ভোর থেকে সকাল ১১টা পর্যন্ত চলা এ মেলায় সবচেয়ে বড় মাছটি ছিল ৩৫ কেজির।

বিশাল এ কাতল মাছটি বিক্রি হয়েছে ৪২ হাজার টাকায়।

প্রতি বছর মাছমেলার আয়োজনে আনন্দের ঘণ্টা বাজে আশেপাশের ২০/২৫ গ্রামের মানুষের মনে। মেয়ে-জামাইসহ স্বজনদের অপেক্ষা এ দিনটিকে ঘিরে।

স্থানীয়রা জানান, ছোট-বড় মিলে শতাধিক দোকানে বিভিন্ন ওজনের রুই, কাতলা, চিতল, বাঘাইড়, আইড়, বোয়ালসহ পশরা বসেছে হরেক রকম মাছের। মাছের ধরন এবং ওজন ভেদে ২০০ থেকে ১৫০০ টাকা কেজি দরে দর কষাকষি হয়ে থাকে ক্রেতা-বিক্রেতার।

এই মেলার সবচেয়ে বড় ব্যবসায়ী রেজাউল করিম বলেন, আজকের এ মেলায় ৩৫ কেজি ওজনের একটি কাতল মাছ ৪২ হাজার টাকায় বিক্রি করেছি।

মাছের মেলার আড়তদার আপেল চন্দ্র মালী জানান, প্রতি বছরের মতো এ বছরও এ মেলা হয়েছে। বুধবার (১৭ নভেম্বর) রাত থেকে শুরু হয় পাইকারি বেচাকেনা। আর বৃহস্পতিবার (১৮ নভেম্বর) ভোর থেকে শুরু হয় খুচরা বিক্রি। গড়ে এ মেলায় অন্তত পাঁচ কোটি টাকার ব্যবসা হয়।

এ বিষয়ে কালাই পৌরসভার প্যানেল মেয়র-২ রেজাউল করিম জানান, সাংস্কৃতিক ঐতিহ্য হওয়ায় নবান্নের এ মেলায় কেনাকাটা করতে আসেন সব ধর্মের মানুষ। আর এ মেলাকে ঘিরে পৌর প্রশাসনের পক্ষ থেকে ব্যবসায়ীদের সব ধরনের সহযোগিতা করা হয়।

বাংলাদেশ সময়: ১২৫৩ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০২১
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।