পঞ্চগড়: যতই দিন ঘনিয়ে আসছে ততই উত্তরের হিমালয়ের পাদদেশে অবস্থিত জনপদ পঞ্চগড়ে তাপমাত্রা ক্রমেই নিচে নেমে আসছে। এতে করে শীতের অনুভূতি অনেকটাই বেড়ে যাচ্ছে।
বৃহস্পতিবার (১৮ নভেম্বর) সকাল ৯টায় পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
যা সকাল ১১টায় সারাদেশের সঙ্গে নির্ণয় করে দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা হিসেবে রেকর্ড করা হয়। এদিকে একই দিন বেলা ১২টার সময় সর্বচ্চো তাপমাত্রা রেকর্ড করা হয় ২৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
আবাহাওয়া অফিস জানায়, শনিবার (৬ নভেম্বর) থেকে বৃহস্পতিবার (১৮ নভেম্বর) টানা ১৩ দিনে জেলার তেঁতুলিয়া আবহাওয়া অফিসে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৪.৪, ১৪.৬, ১৪.৫, ১৩.৫, ১৩.৮, ১৩.৮, ১৪.১, ১৩.৪, ১৩.৪, ১৩.৭, ১৩.৭ ও ১৪.১ ডিগ্রী। সর্বশেষে ১৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। যা দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা। সামনে তাপমাত্রা আরও কমে আসতে পারে।
এদিকে সরেজমিনে দেখা গেছে, দিনভর উত্তরের এ জনপদে পাহাড়ি হিমেল হাওয়া বইছে। এতে করে বেশ শীত অনুভূত হচ্ছে। তবে প্রথম সন্ধ্যা থেকে পরদিন সকাল পর্যন্ত শীত একটু বেশিই অনুভূত হচ্ছে। সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ঘন কুয়াশা।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, সন্ধ্যা থেকে কুয়াশা পড়তে শুরু করে। যা পরদিন সকাল পর্যন্ত বিরাজ করে।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবক্ষেণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ্ বাংলানিউজকে বলেন, টানা ১৩ দিন ধরে তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হচ্ছে। বৃহস্পতিবার (১৮ নভেম্বর) সকাল ৯টায় ১৩ দশমিক ২ ডিগ্রি রেকর্ড করা হয়। অপরদিকে বুধবার (১৭ নভেম্বর) ১৪ দশমিক ১ ডিগ্রি রেকর্ড করা হলেও দিনে সর্বোচ্চ রেকর্ড করা হয় ৩০ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।
বাংলাদেশ সময়: ১৩২০ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০২১
জেডএ