ঢাকা: বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজের টিকিটের লাইনে বিশৃঙ্খলা সৃষ্টি ও স্কুলছাত্রদের সঙ্গে মারামারি করার অপরাধে ২ কিশোরকে আটক করেছে পুলিশ। প্রাথমিক পর্যায়ে আটক কিশোরদের নাম-পরিচয় জানা যায়নি।
বৃহস্পতিবার (১৮ নভেম্বর) বিকেল সাড়ে ৩ টার দিকে রাজধানীর মিরপুর ১০ নম্বর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামের ৩ নম্বর গেটে থেকে তাদের আটক করা হয়।
এই ঘটনায় সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (মিরপুর ডিভিশন) মো. মাহবুবুর রহমান বাংলানিউজকে বলেন, টিকিট ক্রয়ের লাইনের বিশৃঙ্খলা সৃষ্টি করা ও স্কুল ছাত্রদের ওপর হামলা করায় ২ কিশোরকে আটক করা হয়েছে। কি ঘটনা ঘটেছিল তাদের জিজ্ঞেস করলে জানা যাবে। প্রাথমিক পর্যায়ে ওই দুই কিশোরের নাম জানা যায়নি। তাদের পল্লবী থানায় পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজের শুক্রবারের ম্যাচের টিকিট বিক্রি শেষ। এখন বিক্রি করা হচ্ছে শনিবারের ম্যাচের টিকেট।
এর আগে, ২১ মাস পরে হোম অব ক্রিকেট শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের মাঠে বসে খেলার দেখার সুযোগ পাচ্ছেন দর্শকরা। আগামীকাল থেকে শুরু হচ্ছে বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজ। টিকিট দেওয়া হচ্ছে মোট ৫ ক্যাটাগরিতে। যেখানে সর্বোচ্চ টিকিট মূল্য ধরা হয়েছে ১০০০ টাকা, সর্বনিম্ন ১০০ টাকা। গ্র্যান্ড স্ট্যান্ড ১০০০, ভিআইপি স্ট্যান্ড ৫০০, ক্লাব হাউস ৩০০, সাউদার্ন-নর্দার্ন স্ট্যান্ড ১৫০ ও ইস্টার্ন স্ট্যান্ড গ্যালারির টিকিট মিলবে ১০০ টাকায়।
শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে বিক্রয়ের পর যদি ম্যাচের দিন টিকিট পর্যাপ্ত থাকে, তাহলে স্টেডিয়াম সংলগ্ন বুথে (এক নম্বর গেট সংলগ্ন) বিক্রি করা হবে।
বাংলাদেশ সময়: ১৬১৬ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০২১
এমএমআই/এসআইএস