বাগেরহাট: বাগেরহাটের মোংলায় বিপুল পরিমাণ বিদেশি কাপড় জব্দ করেছে কোস্টগার্ড সদস্যরা। জব্দ কাপড়গুলোর আনুমানিক মূল্য ১ কোটি ১৫ হাজার টাকা।
বৃহস্পতিবার (১৮ নভেম্বর) বিকেলে কোস্টগার্ড সদর দপ্তর থেকে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তি থেকে জানা যায়, গত মঙ্গলবার ও বুধবার (১৬, ১৭ নভেম্বর) মোংলার হলদিবুনিয়া খাল সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি কাপড় জব্দ করা হয়। জব্দ কাপড়ের মধ্যে শুল্ক কর ফাঁকি দিয়ে সমুদ্র পথে আনা ৮৩৩ পিস বিদেশি শাড়ি, ৫৯ পিস বিদেশি লেহেঙ্গা এবং ১০০ পিস বিদেশি চাদর রয়েছে। যার আনুমানিক মূল্য ১ কোটি ১৫ হাজার টাকা। তবে অভিযান টের পেয়ে চোরাকারবারীরা সুন্দরবনের অভ্যন্তরে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি। জব্দ মালামাল মামলা দায়ের পূর্বক মোংলা থানায় হস্তান্তর করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০২১
এসআরএস