ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বরিশালে প্রথম নারী সিভিল সার্জন নিয়োগ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৯ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০২১
বরিশালে প্রথম নারী সিভিল সার্জন নিয়োগ

বরিশাল: বরিশালে নতুন সিভিল সার্জন হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. মারিয়া হাসান।

এই প্রথম কোনো নারী জেলা সিভিল সার্জনের দায়িত্ব পেলেন।

ডা. মারিয়া বর্তমানে বরগুনা জেলা সিভিল সার্জন হিসেবে কর্মরত রয়েছেন।

বৃহস্পতিবার (১৮ নভেম্বর) সকালে জেলা সিভিল সার্জনের কার্যালয় সূত্রে  জানা গেছে, স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে বুধবার (১৭ নভেম্বর) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে স্বাস্থ্য সেবা বিভাগের উপ-সচিব জাকিয়া পারভীন স্বাক্ষরিত এক আদেশে ডা. মারিয়াকে বরগুনা থেকে বরিশাল জেলা সিভিল সার্জন (চলতি দায়িত্ব) হিসেবে পদায়ন করা হয়।

এর আগে গত মাসে জেলা সিভিল সার্জন ডা. মো. মনোয়ার হোসেনকে উপ-পরিচালক পদে পদোন্নতি দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৪৯ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০২১
এমএস/এনএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।