ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বেনাপোল সীমান্তে ১২ স্বর্ণের বারসহ আটক ২

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৬ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০২১
বেনাপোল সীমান্তে  ১২ স্বর্ণের বারসহ আটক ২ স্বর্ণের ১২ বারসহ আটক দুইজন

বেনাপোল (যশোর): যশোরের বেনাপোল সীমান্তের পুটখালী এলাকা থেকে স্বর্ণের ১২টি বারসহ (১ কেজি ৪০০ গ্রাম) দুই পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।  

বৃহস্পতিবার (১৮ নভেম্বর) দুপুরে বেনাপোল পোর্ট থানাধীন পুটখালী গ্রাম থেকে বারগুলোসহ তাদের আটক করা হয়।

আটকরা হলেন- বেনাপোল পোর্ট থানাধীন পুটখালী গ্রামের মোক্তার আলীর ছেলে লিটন মিয়া (২৮) ও একই এলাকার আলীকদর মণ্ডলের ছেলে শাহাজান মণ্ডল (৩২)।

বিজিবি জানায়, মোটরসাইকেলযোগে পুটখালী সীমান্ত দিয়ে বিপুল পরিমাণ স্বর্ণের একটি চালান ভারতে যাবে, এমন গোপন তথ্যের সেখানে অভিযান চালানো হয়। এ সময় সন্দেহ হলে দু’জন আরোহীসহ একটি মোটরসাইকেলের গতিরোধ করে তল্লাশি করা হয়। এ সময় স্বর্ণের ১২টি বার জব্দসহ তাদের আটক করা হয়। জব্দ ১২টি বারের মোট ওজন ১ কেজি ৪০০ গ্রাম। যার আনুমানিক বাজার মূল্য ৯০ লাখ ৪১ হাজার টাকা।

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক মোহাম্মদ মনজুর-ই-এলাহী বাংলানিউজকে জানান, আটক দুই আসামির নামে স্বর্ণ চোরাচালান আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হবে।  

বাংলাদেশ সময়: ১৯৫৮ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।