ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

উইলস লিটলে ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়োগ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১০ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০২১
উইলস লিটলে ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়োগ

ঢাকা: রাজধানীর উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজে ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়োগ দিয়েছে ঢাকা জেলা প্রশাসন।  

বৃহস্পতিবার (১৮ নভেম্বর) জেলা প্রশাসকের দপ্তর থেকে এক আদেশে প্রতিষ্ঠানটির কলেজ শাখার সিনিয়র শিক্ষক সহকারী অধ্যাপক আ ন ম সামসুল আলমকে এ দায়িত্ব দেওয়া হয়।

 

শিক্ষকদের ‘দাবির মুখে’ গত ৯ নভেম্বর ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আবুল হোসেন জেলা প্রশাসকের কাছে পদত্যাগ জমা দেন।

জেলা প্রশাসনের আদেশে জানানো হয়, উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গত ৯ নভেম্বর পদত্যাগ করায় পদটি শূন্য হয়েছে। সে পরিপ্রেক্ষিতে প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিবেবে কলেজ শাখার এমপিও শিটের সিনিয়র শিক্ষককে দায়িত্ব দায়িত্ব দেওয়ার জন্য জেলা প্রশাসককে অনুরোধ করা হয়েছে।

এর পরিপেক্ষিতে জেলা শিক্ষা অফিসারকে প্রতিষ্ঠানটির কলেজ শাখার সিনিয়র শিক্ষক নির্বাচন করে সুস্পষ্ট মতামতসহ প্রতিবেদন পাঠানোর জন্য অনুরোধ করা হয়। শিক্ষা অফিসার প্রতিষ্ঠানটির কলেজ শাখার সিনিয়র শিক্ষক সহকারী অধ্যাপক আ ন ম সামসুল আলমকে নির্বাচন করে প্রতিবেদন পাঠান। এমতাবস্থায় ওই শিক্ষককে উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব দেওয়া হলো।

বাংলাদেশ সময়: ২১০৭ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০২১
এমআইএইচ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।