মাগুরা মহম্মদপুর উপজেলা বালিদিয়া ইউনিয়ন বড়ুরিয়া মৌশাগুচ্ছগ্রাম খালের ব্রিজটি দীর্ঘদিন ভেঙে থাকায় দুর্ভোগে ২০ গ্রামের মানুষ। ব্রিজটির কংক্রিটের আস্তরণ ভেঙ্গে লোহার রড বেরিয়ে পড়েছে।
যাতায়াতের একমাত্র রাস্তা হওয়ায় এই ব্রিজটি দিয়ে প্রতিদিন হাজার মানুষ চলাচল করেন। ভারী কোন যানবাহন এই রাস্তা দিয়ে না চলায় ভোগান্তিতে পড়ছেন মৌশা গ্রামের সাধারণ মানুষ।
ওই এলাকার মানুষদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রায় দুই বছর আগে ব্রিজটি ভেঙে পড়েছে। বৃষ্টি হলেই ব্রিজটি দিয়ে চলাচল করা যায় না। স্কুলগামী শিশুরা চলাচল করেন জীবনের ঝুকি নিয়ে। মাঠ থেকে ফসল বাড়িতে আনা নেওয়ার কাজ করতে গিয়ে কৃষকরা পড়েন ভোগান্তিতে।
মৌশাগ্রামের বাসিন্দা মো:খসরুজ্জামান বলেন, বড়ুরিয়া এই ব্রিজের উপর দিয়ে ২০টি গ্রামের মানুষ চলাচল করে। মৌশা, কানুটিয়া, বালিদিয়া, ধুয়াইলসহ আরও বেশ কয়েকটি গ্রামের মানুষ চলাচলের একমাত্র রাস্তা এটি।
পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী নাছিফা খাতুন বলেন, ব্রিজের ওপর দিয়ে চলাচল করতে পারি না ভয় করে। অনেক দিন ব্রীজটি ভেঙে রয়েছে। আমরা ঝুকি নিয়ে স্কুলে যাই, তাই ব্রিজটি ঠিক হলে ভয় নিয়ে স্কুলে যেতে হবে না।
মৌশাগুচ্ছ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক আমিনুর রহমান বলেন, স্কুল গামী শিশুরা জীবনের ঝুঁকি নিয়ে স্কুলে যাতায়াত করে। আমরাও অনেক সময় মোটরসাইকেল নিয়ে চলতে গিয়েও দুর্ঘটনায় পড়েছি।
মহম্মদপুর উপজেলা সহকারি ইঞ্জিনিয়ার সাদাম হোসনে বলেন, মৌশাগুচ্ছ গ্রামের খালের পাড়ের ব্রিজটির সিলাভ ভেঙে পড়েছে। আমরা পরিদর্শন করেছি। কিছু দিনের মধ্যে মেরামতের কাজ শুরু হবে।
মাগুরা নির্বাহী অফিসার শরিফুল ইসলাম বলেন, মহম্মদপুর বড়ুরিয়া গ্রামে মৌশাগুচ্ছ গ্রামের খালের পাড়ের ব্রিজটির কিছু অংশ ভেঙে গেছে। মাটি পরীক্ষা হয়েছে। কিছু দিনের মধ্যে মেরামতের কাজ শুরু হবে।
বাংলাদেশ সময়: ২২৩৯ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০২১
এনএটি