ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

‘দানের মাধ্যমে মানবজাতির মঙ্গল সাধিত হয়’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৭ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০২১
‘দানের মাধ্যমে মানবজাতির মঙ্গল সাধিত হয়’ ...

কক্সবাজার: প্রজ্ঞামিত্র মহাথের ছিলেন বহুগুণে গুণান্বিত একজন সমাজ সংস্কারক বৌদ্ধ মনিষা। তাঁর জীবনাচার থেকে শিক্ষা নিয়ে সমাজ সংস্কারে ভিক্ষু ও দায়ক-দায়িকাদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

তিনি সারাজীবন আত্মমুক্তি ও পরকল্যাণে নিজেকে উৎসর্গ করে গেছেন। তিনি জন্মজন্মান্তরে মানুষের অন্তরে বেঁচে থাকবেন।

বৃহস্পতিবার (১৮ নভেম্বর) কক্সবাজারের রামুর উত্তর মিঠাছড়ি প্রজ্ঞামিত্র বনবিহারে দানোত্তম শুভ কঠিন চীবর দানোৎসব ও প্রয়াত সংঘমনিষা প্রজ্ঞামিত্র মহাথের ১৪ তম প্রয়াণ দিবসের ধর্মালোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।

অনুষ্ঠানে বৌদ্ধ ভিক্ষুরা ধর্মদেশনায় বলেছেন, দানের মাধ্যমে মানুষের নির্লোভ চরিত্র ও ধর্মের প্রতি শ্রদ্ধা ফুটে উঠে। প্রত্যেক ধর্মেই দানকর্মকে শ্রেষ্টকর্ম হিসেবে উৎসাহিত করা হয়েছে। দানের মাধ্যমে মানবজাতির মঙ্গল সাধিত হয়। দানের মধ্যে সর্বশ্রেষ্ঠ দান হচ্ছে চীবরদান।  

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, চট্টগ্রামের চন্দনাইশ জামিজুরি সংঘারাম বৌদ্ধ বিহারের অধ্যক্ষ শীলরক্ষিত মহাথের। প্রধান ধর্মদেশক ছিলেন সুচিয়া বৌদ্ধ বিহারের অধ্যক্ষ অতুলানন্দ মহাথের। এতে স্বাগত ধর্মদেশনার মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রজ্ঞামিত্র বনবিহারের অধ্যক্ষ সারমিত্র মহাথের।

কক্সবাজার জেলা বৌদ্ধ সুরক্ষা পরিষদের সভাপতি, প্রজ্ঞানন্দ ভিক্ষু’র সঞ্চালনায় অনুষ্ঠিত ধর্সমভায় ধর্মদেশনা করেন- রামু উত্তর মিঠাছড়ি বিমুক্তি বিদর্শন ভাবনা কেন্দ্র ও ভূবনশান্তি একশ ফুট সিংহ শয্যা গৌতম বুদ্ধমুর্তির প্রতিষ্ঠাতা করুণাশ্রী মহাথের, রাংকুট বনাশ্রম বৌদ্ধ বিহারের অধ্যক্ষ কে শ্রী জ্যোতিসেন থের, রামু কেন্দ্রীয় সীমা মহাবিহারের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শীলপ্রিয় মহাথের, ঊখিয়ার নন্দবংশ মহাথের, জ্যোতিপ্রজ্ঞা থের, উত্তর ফতেখাঁরকুল বিবেকারাম বৌদ্ধ বিহারের অধ্যক্ষ শীলমিত্র থের প্রমুখ।

অনুষ্ঠানে জোয়ারিয়ানালা ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান কামাল শামসুদ্দিন আহমদ প্রিন্স ও ১, ২, ৩ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত মহিলা সদস্য মনোয়ারা বেগম মুন্নীকে সংবর্ধিত করা হয়।  

দানোৎসবে দিনব্যাপী কর্মসূচীর মধ্যে ছিল বিশ্বশান্তি কামনায় পবিত্র ত্রিপিটক থেকে সুত্রপাঠ, বুদ্ধপুজা, সকালে ভিক্ষুসংঘের প্রাতঃরাশ, জাতীয় ও ধর্মীয় পতাকা উত্তোলন, সংঘদান, অষ্টপরিস্কারদান, ধর্মসভা, অতিথি ভোজন, বিকেলে কঠিনচীবর ও কল্পতরু সহকারে গ্রাম প্রদক্ষিণ, দানোত্তম কঠিন চীবর দানসভা, চীবর পরিক্রমা, কঠিন চীবর ও কল্পতরু উৎসর্গ ও উত্তর মিঠাছড়ি প্রজ্ঞামিত্র বন বিহারের প্রয়াত অধ্যক্ষ ভদন্ত প্রজ্ঞামিত্র মহাথের মহোদয়ের নির্বাণসুখ কামনা এবং বাংলাদেশসহ বিশ্বের সকল প্রাণীর সুখ-শান্তি কামনায় সমবেত প্রার্থনা।

প্রজ্ঞামিত্র বনবিহারের উন্নয়নে বিশেষ অবদান রাখায় স্থানীয় রাজু বড়ুয়া, অমল বড়ুয়া ও কন্ঠশিল্পী রাজিব বড়ুয়াকে ক্রেষ্ট দিয়ে সম্মাননা জানান বিহার পরিচালনা কমিটি ও গ্রামবাসী।  

প্রজ্ঞামিত্র বনবিহার পরিচালনা কমিটির সভাপতি, বিহারাধ্যক্ষ সারমিত্র মহাথের, সাধারণ সম্পাদক টিটু বড়ুয়া ও গ্রামের সর্দার বাবুল বড়ুয়া শতাধিক বৌদ্ধ ভিক্ষু-শ্রামণসহ জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে হাজার হাজার মানুষের অংশগ্রহণে আয়োজিত এ বছরের সর্বশেষ দানানুষ্ঠান সফল ভাবে সম্পন্ন হওয়ায় প্রশাসনের আইন শৃংখলা রক্ষাকারীসহ সকল পূণ্যার্থীর প্রতি গ্রামবাসীর পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

বাংলাদেশ সময়: ১১৪৮ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০২১
এসবি/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।