দিনাজপুর: দিনাজপুর সদর উপজেলায় ধান বোঝাই ভ্যানে ট্রাকের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন।
শুক্রবার (১৯ নভেম্বর) সকাল সাড়ে ৭টায় সদর উপজেলার ৫ নম্বর শশরা ইউনিয়নের পাঁচবাড়ী দইসই গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহত দুইজন হলেন শশরা ইউনিয়নের চকরামপুর বালাপাড়ার মৃত দুর্গা মোহন রায়ের ছেলে স্বস্বধর বাবু রায় (৫৫) ও চকরামপুর বালাপাড়ার মৃত খোকারাম রায়ের ছেলে নারায়ন চন্দ্র রায় (৪০)।
কোতয়ালী থানার উপ-পরিদর্শ (এসআই) নুর আলম জানান, ভোরে ভ্যানচালক নারায়নের ভ্যানে ধান বোঝাই করে বাড়ি নিয়ে আসছিলেন স্বস্বধর। পথে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের দইসই এলাকায় পাইপ বোঝাই একটি ট্রাক পেছন থেকে ওই ভ্যানকে ধাক্কা দেয়। এতে ভ্যানচালক নারায়ন ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে নিহত হন। ট্রাকটি নিয়ন্ত্রণে হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। স্থানীয়রা গুরুতর অবস্থায় স্বস্বধরকে উদ্ধার করে দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করলে সকাল ১০টায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে। তবে পরিবারের কোনো আপত্তি না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনার পর ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেছে। এ ব্যাপারে কোতয়ালী থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১২০৯ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০২১
কেএআর