ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

‘বাংলাদেশ আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানে বিশ্বাসী’

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৬ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০২১
‘বাংলাদেশ আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানে বিশ্বাসী’ ...

ঢাকা: মার্কিন যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম শহীদুল ইসলাম বলেছেন, বাংলাদেশ তার প্রতিবেশীসহ বিশ্বের সকল দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেছে। একইসঙ্গে যেকোনো দ্বিপাক্ষিক সমস্যা আলোচনার মাধ্যমে সমাধানে বিশ্বাস করে বাংলাদেশ।

ওয়াশিংটন ডিসিতে এক ওয়েবিনারে আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

শুক্রবার (১৯ নভেম্বর) ওয়াশিংটনের বাংলাদেশ দূতাবাস এ তথ্য জানায়।

মার্কিন থিঙ্ক ট্যাঙ্ক আটলান্টিক কাউন্সিলের উদ্যোগে ‘আঞ্চলিক অর্থনৈতিক সহযোগিতার বিষয়ে বাংলাদেশের দৃষ্টিভঙ্গি’ শীর্ষক এক ওয়েবিনারের আয়োজন করা হয়। এতে মার্কিন যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম শহীদুল ইসলাম মূল বক্তব্য দেন।

রাষ্ট্রদূত শহীদুল ইসলাম তার বক্তব্যে দক্ষিণ এশিয়া অঞ্চলে অর্থনৈতিক সহযোগিতা এবং জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশকে দক্ষিণ এশিয়ায় একটি সংযোগ কেন্দ্র রূপান্তরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টিভঙ্গি তুলে ধরেন।

তিনি বলেন, উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ যেকোনো আঞ্চলিক উদ্যোগকে স্বাগত জানায়। এছাড়া রোহিঙ্গা সংকটকে এ অঞ্চলের জন্য একটি বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেন শহীদুল ইসলাম।

আটলান্টিক কাউন্সিলের দক্ষিণ এশিয়া সেন্টার সিনিয়র উপদেষ্টা ওসমান সিদ্দিক অনুষ্ঠানটি পরিচালনা করেন।

বাংলাদেশ সময়: ১২৩৫ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০২১
টিআর/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।