ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ভাড়া বাসা পেতে নানা ভোগান্তি হিজড়াদের

রেজাউল করিম রাজা, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৬ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০২১
ভাড়া বাসা পেতে নানা ভোগান্তি হিজড়াদের

ঢাকা: বাংলাদেশে বহুকাল থেকে অবহেলিত, অনাদৃত ও ভাগ্যবিড়ম্বিত এক জনগোষ্ঠী হিজড়া সম্প্রদায়।  রাজধানী ঢাকায় এই জনগোষ্ঠীর মানুষদের ভাড়ার বিনিময়ে বাসা পেতেও নানা ধরনের ভোগান্তি এবং হয়রানির শিকার হতে হয়।

সম্প্রতি রাজধানীর বেশ কিছু এলাকার  হিজড়া সম্প্রদায়ের মানুষের সঙ্গে কথা বলে তাদের এ সমস্যার কথা জানা যায়।

হিজড়াদের সঙ্গে কথা বলে জানা যায়, সমাজের মানুষের দৃষ্টিভঙ্গির কারণে সবাই তাদেরকে বাসা ভাড়া দিতে চান না। আবার কেউ ভাড়া দিলেও তাদেরকে নির্ধারিত ভাড়ার থেকে বেশি ভাড়া দিতে হয়।  

বাসা ভাড়া পেতে কী ধরনের সমস্যা হয় জানতে চাইলে ইমু নামের একজন হিজড়া বাংলানিউজকে বলেন, সবাই আমাদেরকে বাসা ভাড়া দিতে চায় না। অনেকে আবার আমাদের কাছ থেকে অগ্রীম টাকা নিয়েও বাড়ি ভাড়া দেয় না।  যারা আর্থিক সমস্যায় থাকে তারাই আমাদেরকে বাসা ভাড়া দেন। ৫ হাজার টাকা যে রুমের ভাড়া হওয়ার কথা সেই রুমের জন্য আমাদেরকে ৭ হাজার টাকা দিতে হয়। যে রুমে অন্য সাধারণ মানুষেরা থাকতে চায় না, সেগুলোই আমাদেরকে ভাড়া দেওয়া হয়।

অনেক সময় বাড়িওয়ালা আমাদেরকে বাসা ভাড়া দিতে চাইলেও অন্যান্য ভাড়াটিয়ার আপত্তির কারণে ভাড়া দিতে পারেন না বলেও যোগ করেন তিনি।

মোহাম্মদপুর এলাকার মুনমুন হিজড়া এ বিষয়ে বাংলানিউজকে বলেন, একজন মানুষের সব থেকে আগে এবং বেশি প্রয়োজন তার বাসস্থান। আমি তিনবেলার জায়গায় একবেলা খাইলেও সমস্যা হয় না, তবে রোদ কিংবা বৃষ্টিতে বা শিতে বাসস্থান না থাকলে খুব সমস্যায় পড়তে হয়।  আমাদের সম্প্রদায়ের শুধুই আমি নই, সবাই বাসা ভাড়া পেতে বিভিন্ন রকমের সমস্যার সম্মুখীন হয়।

মুনমুন আরও বলেন, অন্যান্য ভাড়াটিয়ারা যেখানে ভাড়া দিতে অনেক সময় দেরি করলেও আমারা না খেয়ে হলেও ১০ তারিখের মধ্যেই বাসা ভাড়া দিয়ে দেই। তারপরেও তারা আমাদের বাসা ভাড়া দিতে চায় না। মানুষের মৌলিক অধিকারের মধ্যে বাসস্থান একটি। কিন্তু আমরা সেটা থেকে বঞ্চিত। তাই আমাদেরকে যেন বাসা ভাড়া দেওয়া হয় সেজন্য সরকারের পক্ষ থেকে উদ্যোগ গ্রহণ করা উচিত, যেন সবাই আমাদেরকে বাসা ভাড়া দেয়। সেক্ষেত্রে আমরাও অন্যান্য ভাড়াটিয়ার ক্ষেত্রে যেসব নিয়মকানুন প্রযোজ্য সেগুলো মেনে চলবো।

ভাটারা থানার নতুন বাজার এলাকায় বসবাস করা রোজ নামের একজন হিজড়া বাসা ভাড়া নিতে সমস্যার কথা জানতে চাইলে বাংলানিউজকে বলেন, বাসা ভাড়া নিতে হলে সবার আগে আমাদের যে সমস্যা হয়, সেটা হলো আমাদের কোনো আইডেন্টি নেই। ঢাকার বেশিরভাগ বাড়িওয়ালারা আমাদেরকে বাসা ভাড়া দেয় না। দিলেও যে বাসার ভাড়া ১০ হাজার হওয়ার কথা সেটা দিগুণ করে দেয়।  এছাড়াও আমারা ভালো আবাসিক স্থানগুলোতে বাড়ি ভাড়া পাই না। টাকা থাকার পরেও আমি যদি ভালো কোনো আবাসিক এলাকায় ফ্লাট ভাড়া নিতে চাই, আমার আইডেন্টি ক্রাইসিরের কারণে সেটা আমি পাই না।    

হিজড়া সম্প্রদায়ের মানুষদের দাবি, সবার আগে সমাজের মানুষদের তাদের প্রতি দৃষ্টিভঙ্গির পরিবর্তন করা প্রয়োজন। দৃষ্টিভঙ্গির পরিবর্তন করতে হলে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলো এগিয়ে আসতে হবে। তাদেরকে হিজড়া হিসেবে না দেখে একজন মানুষ হিসেবে বিবেচনা করলে বাসা ভাড়াসহ অন্যান্য সমস্যাও পর্যায়ক্রমে সমাধান হবে বলেও তারা মনে করেন।

বাংলাদেশ সময়: ১২৫৭ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০২১ 
আরকেআর/এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।