ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

গরুতে ঘাস খাওয়া নিয়ে গৃহবধূকে পিটিয়ে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫১ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০২১
গরুতে ঘাস খাওয়া নিয়ে গৃহবধূকে পিটিয়ে হত্যা প্রতীকী ছবি

মাগুরা: মাগুরায় গরুতে ঘাস খাওয়ার ঘটনাকে কেন্দ্র করে শহরের পারন্দুয়ালী গ্রামের জোসনা বেগম (৪৫) নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ ও প্রতিবেশীরা।  

বৃহস্পতিবার (১৮ নভেম্বর) রাতে মারা যান ওই গৃহবধূ।

এ ঘটনায় পুলিশ প্রতিবেশী জিহাদের স্ত্রী জহুরা বেগমকে আটক করেছে।


এর আগে বৃহস্পতিবার দুপুরে জিহাদ হোসেন নামে এক প্রতিবেশী ও তার পরিবারের সদস্যরা বাড়ির পার্শ্ববর্তী এলাকায় তাকে মারধর করে। এতে তিনি গুরুতর আহত হলে এ অবস্থায় তাকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতাল ভর্তি করেন বাড়ির সদস্যরা। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নিয়ে যাওয়ার পথে বৃহস্পতিবার রাতে দৌলদিয়া ফেরিঘাট এলাকায় মারা যান তিনি।

নিহত জোসনা বেগমের বড় ছেলে রুবেল শেখ বলেন, বাড়ির অদূরে নিজেদের একটি জমিতে তারা নেপিয়ার ঘাসের চাষ করেছেন। বৃহস্পতিবার সকালে ওই নেপিয়ার ঘাসের ক্ষেতে জিহাদ হোসেনের গরু ঢুকে পড়লে তার মা জোসনা বেগম বিষয়টি তাদের জানান। এ সময় জিহাদের সঙ্গে মায়ের বাগ-বিতণ্ডা হয়। একই দিন দুপুরে আমি ও আমার মা স্থানীয় কুমার নদী থেকে গোসল করে বাড়ি ফেরার পথে আবারও জিহাদ হোসেনের সঙ্গে দেখা হয়। এ সময় জিহাদ হোসেন ও তার পরিবারের লোকজন পূর্ব পরিকল্পিতভাবে মা এবং আমার ওপর হামলা চালায়। পরে স্থানীয়রা আমাদের উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে ভর্তি করেন।  

স্থানীয়রা জানান, আহতদের মধ্যে জোসনার অবস্থার অবনতি হলে প্রথমে তাকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেও অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাতে ঢাকা নেওয়ার পথে দৌলতদিয়া ফেরিঘাটে অ্যাম্বুলেন্সের মধ্যে মারা যান তিনি। আহত রুবেল মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল আমল বলেন, নিহত জোসনা বেগমের মরদেহ ময়নাতদন্তের জন্য মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে রাখা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১৫৪৮ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০২১
আরএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।