ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ঢাকায় দূতাবাস প্রতিষ্ঠার অনুরোধ দ.আফ্রিকাকে

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৮ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০২১
ঢাকায় দূতাবাস প্রতিষ্ঠার অনুরোধ দ.আফ্রিকাকে

ঢাকা: কনস্যুলার ও অন্যান্য সহযোগিতার সুবিধার্থে ঢাকায় একটি কূটনৈতিক মিশন প্রতিষ্ঠার জন্য দক্ষিণ আফ্রিকার প্রতি অনুরোধ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
সফররত দক্ষিণ আফ্রিকার আন্তর্জাতিক সম্পর্ক ও সহযোগিতা মন্ত্রী ড. গ্রেস নালেদি মান্দিসা প্যান্ডরের সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এক বৈঠকে তিনি এই অনুরোধ করেন।

শুক্রবার ( ১৯ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়।

বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন দক্ষিণ আফ্রিকার মন্ত্রীকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং বাংলাদেশে আমাদের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনের বিষয়ে অবহিত করেন। তিনি তাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচক্ষণ নেতৃত্বে বাংলাদেশের উন্নয়নের অগ্রযাত্রা এবং গত এক দশকে বাংলাদেশের অর্জিত বিশাল আর্থ-সামাজিক অগ্রগতি সম্পর্কে অবহিত করেন।

বৈঠকে ড. মোমেন প্রস্তাব দেন কৃষি ও সমুদ্র অর্থনীতিসহ পারস্পরিক স্বার্থে বিভিন্ন ক্ষেত্রে উভয় পক্ষের মধ্যে সহযোগিতা বাড়ানো যেতে পারে। তিনি দুই দেশের মধ্যে উচ্চ পর্যায়ের সফর ও ব্যবসায়িক প্রতিনিধিদলের আদান-প্রদানের গুরুত্ব তুলে ধরেন।

ড. প্যান্ডর সফররত দক্ষিণ আফ্রিকার প্রতিনিধিদলকে উষ্ণ অভ্যর্থনা জানানোয় অত্যন্ত সন্তোষ প্রকাশ করেন। তিনি বাণিজ্য, অর্থনৈতিক এবং অন্যান্য চিহ্নিত ক্ষেত্রে দুই দেশের মধ্যে সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে জোর দেন। উভয় পক্ষই বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকায় ব্যবসায়িক প্রতিনিধিদলের সফর বিনিময়ে সম্মত হয়েছে। বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা উভয় দেশের কূটনৈতিক সম্পর্কের রজতজয়ন্তী যথাযথভাবে উদযাপনের বিষয়েও আলোচনা করেছে। এ লক্ষ্যে প্রিটোরিয়ায় বাংলাদেশ হাইকমিশন ও দক্ষিণ আফ্রিকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতায় দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের বহিঃপ্রকাশ ঘটাতে সেমিনার ও বাণিজ্য অনুষ্ঠানের আয়োজন করবে।

পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন রোহিঙ্গা প্রত্যাবাসন ইস্যুতে দক্ষিণ আফ্রিকার অব্যাহত সহযোগিতা কামনা করেন। তিনি আইএমও এবং অন্যান্য ফোরামে বাংলাদেশের প্রার্থীতায় দক্ষিণ আফ্রিকা সরকারের সমর্থন চেয়েছেন।

উল্লেখ্য, ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের (আইওআরএ) ২১তম সম্মেলনে যোগ দিতে দক্ষিণ আফ্রিকার আন্তর্জাতিক সম্পর্ক ও সহযোগিতা মন্ত্রী ড. গ্রেস নালেদি মান্দিসা প্যান্ডর ঢাকায় এসেছেন।

বাংলাদেশ সময় : ১৭১৭ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০২১
টিআর/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।