ঝিনাইদহ: ঝিনাইদহের মহেশপুর উপজেলার পলিয়ানপুর সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের সময় নারীসহ ৭ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।
শুক্রবার (১৯ নভেম্বর) বিকেল ৫টার সময় আটকের বিষয়টি নিশ্চিত করেন খালিশপু ৫৮বিজিরির অতিরিক্ত পরিচালক তসলিম মো. তারেক।
আটকরা হলেন, বাগেরহাট জেলার মোড়লগঞ্জ থানার খাউলিয়া গ্রামের মো. ছরোয়ার বেপারির ছেলে মো. বেলায়েত হোসেন (৩৫), তার স্ত্রী আছমা খাতুন (৩৩), একই জেলার চিতলমারী থানার হাইরালবোপ গ্রামের সোহাগ হাওলাদারের স্ত্রী মোছা. রুনা খাতুন (২৬), পিরোজপুর জেলার জিয়ানগর থানার খোলগটুয়া গ্রামের আ. মান্নানের স্ত্রী ফজিলা খাতুন (৪০), নড়াইল জেলার কালিয়া থানার জিয়াডাঙ্গা গ্রামের মো. টিপু তরফদারের স্ত্রী শিরিনা সুলতানা (৩৩), যশোর জেলার কোতয়ালী থানার চাউলিয়া গ্রামের মো. রবিউল ইসলামের স্ত্রী সেলিনা বেগম (৩৫), রাজশাহী জেলার বাঘা থানার আতারপাড়াচর গ্রামের মো. সেলিম হোসেন এর স্ত্রী রিনা খাতুন (৪০)।
বিজিরির অতিরিক্ত পরিচালক তসলিম জানান, আটকরা বাংলাদেশি নাগরিক। অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশ করার অপরাধে মহেশপুর থানায় তাদের নামে মামলা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৮৪৯ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০২১
জেডএ