কুমিল্লা: কুমিল্লা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকায় (ইপিজেড) একটি গার্মেন্টের নির্মাণাধীন স্টোর রুমের ছাদ ঢালাইয়ের বোর্ড ধসে পড়ে জোসনা বেগম (৪৫) নামে নারী শ্রমিকের মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন তিনজন।
শনিবার (২০ নভেম্বর) সকাল ১০টায় ইপিজেডের নাসা গার্মেন্টে এই ঘটনা ঘটে। জোসনা কুমিল্লা নগরীর দক্ষিণ চর্থার থিরা পুকুর পাড় এলাকার বাসিন্দা।
জানা যায়, নাসা গার্মেন্টে দীর্ঘদিন কাজ করছেন জোসনা। শনিবার সকালেও কর্মস্থলে যান তিনি। হঠাৎ গার্মেন্টের স্টোর রুমের অংশের বোর্ড ধসে পড়ে। সেখানে আহত হন চারজন। তিনজন দৌড়ে সরে আসার কারণে গুরুতর আহত হননি। কিন্তু জোসনা বেগম বের হতে পারেননি। গুরুতর আহত জোসনা বেগমকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতাল নিলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের বোনের ছেলে রিপন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা বুঝতে পারছি না কীভাবে কি হয়ে গেল।
এ বিষয়ে কুমিল্লা সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবাশীষ চৌধুরী বলেন, চারজন আহত হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছি। তবে মৃত্যুর বিষয়ে আমি এখনও নিশ্চিত নই।
কুমিল্লা ইপিজেডের মহাব্যবস্থাপক জিল্লুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, এটা আকস্মিক দুর্ঘটনা। নিহতের পরিবারকে পর্যাপ্ত ক্ষতিপূরণ দেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৩৩০ ঘণ্টা, নভেম্বর ২০, ২০২১
আরএ