ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রাজধানীতে ভবন থেকে পরে শ্রমিকের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৯ ঘণ্টা, নভেম্বর ২০, ২০২১
রাজধানীতে ভবন থেকে পরে শ্রমিকের মৃত্যু

ঢাকা: রাজধানীর মাটিকাটা ইউসিবি চত্বর এলাকায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে সাকিব (২৩) নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

শনিবার (২০ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক দুপুর সোয়া ১টার দিকে মৃত ঘোষণা করেন।

নিহত সাকিব নীলফামারীর জলঢাকা উপজেলার বসুনিয়া গ্রামের রফুল ইসলামের ছেলে।

তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া সহকর্মী লেবু মিয়া ও মোজাম্মেল হোসেন জানান, এক বছর ধরে ওই নির্মাণাধীন ভবনটিতে কাজ করে আসছিলেন তারা। সাকিব রড মিস্ত্রীর সহযোগী হিসেবে কাজ করতেন।

তারা আরও জানান, ভবনটি দোতলার ছাদ পর্যন্ত সম্পন্ন হয়েছে। সকালে দোতলার ছাদে কলামের শাটার খুলছিলেন সাকিব। এ সময় ভবন থেকে নিচে পড়ে যান। আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ঢামেক হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া। বাংলানিউজকে তিনি বলেন, মরদেহ মর্গে রাখা আছে। ঘটনাটি ক্যান্টনমেন্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪১৯ ঘণ্টা, নভেম্বর ২০, ২০২১
এজেডএস/এনএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।