পটুয়াখালী: পটুয়াখালীতে সেভেন স্টার ও মল্লিক পরিবহন থেকে ৪২০ কেজি জাটকা ইলিশ জব্দ করেছে পায়রা কুঞ্জ নৌ-পুলিশ।
শনিবার (২০ নভেম্বর) দুপুরে পটুয়াখালী ব্রীজের টোল পয়েন্ট এলাকায় এসব জাটকা জব্দ করা হয়।
এ সময় ওই দুটি গণপরিবহনকে ৫ হাজার করে ১০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতর নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজলা নির্বাহী কর্মকর্তা জানাত আরা নাহিদ। পরে জব্দকৃত মাছ সদর উপজলা সিনিয়র মৎস্য কর্মকর্তা নুরুল ইসলামর উপস্থিতিতে বিভিন্ন এতিমখানা, মাদরাসার ছাত্র ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়।
পায়রা কুঞ্জ নৌ-পুলিশ ফাড়ির ইনচার্জ (এস.আই) আল মামুন বাংলানিউজকে জানান, বেশ কয়েক দিন ধরে গণপরিবহন অবৈধভাবে ঝাটকা বহন কর আসছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব জাটকা জব্দ করা হয়। নৌ-পুলিশর ঝাটকা বিরাধী অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৫১৪ ঘণ্টা, নভেম্বর ২০, ২০২১
জেডএ