ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বেনাপোলে হাতবোমাসহ আটক ৩

উপজেলা করেসপন্ডেট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৪ ঘণ্টা, নভেম্বর ২০, ২০২১
বেনাপোলে হাতবোমাসহ আটক ৩

বেনাপোল (যশোর): বেনাপোল এলাকার বালুন্ডা গ্রাম থেকে ৫টি শক্তিশালী হাতবোমাসহ ৩ জনকে আটক করেছে পুলিশ।

শনিবার (২০ নভেম্বর) দুপুরে বেনাপোল পোর্ট থানাধীন বালুন্ডা গ্রাম থেকে বোমাগুলো উদ্ধার করা হয়।

আটকরা হলেন, বেনাপোল পোর্ট থানাধীন মষিয়াডাঙ্গা গ্রামের আলী হোসেন মোড়লের ছেলে জাহিদ হাসান (২১), একই গ্রামের গোলাম হোসেন মোড়লের ছেলে আলী হোসেন (২৬), ও সমির মোড়লের ছেলে সজীব মোড়ল।

পুলিশ জানায়, তারা বালুন্ডা গ্রামের মানুষের কাছ থেকে জানতে পারে ওই গ্রামের রশিদ মোড়লের বাড়ির পিছনে তিনটি ছেলে ৫টি ককটেল আনতে গিয়ে এলাকার লোকজনের হাতে আটক হয়। এমন সংবাদের ভিত্তিতে বালুন্ডা গ্রামে গিয়ে বোমাসহ তাদেরকে আটক করা হয়।

তারা শার্শা উপজেলার ৫ নম্বর পুটখালি ইউনিয়নে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী নাছির উদ্দীনের সমর্থক বলে জানিয়েছেন পুলিশ।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান জানান, ৫টি হাতবোমাসহ তিন জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৫১৬ ঘণ্টা, নভেম্বর ২০, ২০২১
এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।