ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

আব্দুল্লাপুরেও শিক্ষার্থীদের সড়ক অবরোধ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৫ ঘণ্টা, নভেম্বর ২০, ২০২১
আব্দুল্লাপুরেও শিক্ষার্থীদের সড়ক অবরোধ

ঢাকা: হাফ পাস বাস ভাড়ার দাবিতে আব্দুল্লাপুরের সড়ক বন্ধ করে অবরোধ করেছে উত্তরার বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীরা।

শনিবার (২০ নভেম্বর) দুপুর ১২ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত আব্দুল্লাপুর সড়ক অবরোধ করে রাখে শিক্ষার্থীরা।

এ সময় আব্দুল্লাহপুরের বিভিন্ন সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়।

এ বিষয়ে উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ্ মো. আক্তারুজ্জামান ইলিয়াস বাংলানিউজকে বলেন, হাফ পাস বাস ভাড়ার দাবিতে উত্তরার বিভিন্ন স্কুল-কলেজের ছাত্ররা রাস্তা অবরোধ করে রাখে। হাফ ভাড়া বলতে ছাত্ররা ১০ টাকার বেশি ভাড়া দিতে চায় না। তারা দুপুর ২ টা পর্যন্ত রাস্তায় ছিল। পরে আমরা তাদের বুঝিয়ে রাস্তা থেকে সরিয়ে দিয়েছি। তবে আন্দোলনরত অবস্থায় তারা কোন বাস বা গাড়ি ভাঙচুর করেনি।

বাংলাদেশ সময়: ১৫৪৩ ঘণ্টা, নভেম্বর ২০, ২০২১
এমএমআই/এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।