খাগড়াছড়ি: খাগড়াছড়িতে সার্বজনীন রাস উৎসব ঘিরে লোক সমাগম বেড়েছে মন্দিরে মন্দিরে। বিশ্বমানবতার কল্যাণ ও শান্তি কামনায় খাগড়াছড়ির দীঘিনালা, মহালছড়িতে রাস মহোৎসব হচ্ছে।
ঢাকের বাদ্য, মুহুর্মুহু উলুধ্বনি, ধূপ আর পূজার নৈবেদ্যতে চলছে রাসপূজা। বসেছে মেলাও।
উৎসবে ভগবান শ্রী কৃষ্ণের যুগে যুগে আবির্ভাব হওয়া নানা রুপের লীলা প্রদর্শিত হয়েছে। শনিবার (২০ নভেম্বর) ভোরে শ্রী শ্রী লক্ষ্মী নারায়ণ মন্দিরে মহানামযজ্ঞের পূর্ণাহুতির মধ্য দিয়ে রাস উৎসব শেষ হয়েছে।
জেলার মহালছড়ির কেন্দ্রীয় দক্ষিণ কালী মন্দির এবং দীঘিনালার কেন্দ্রীয় লক্ষ্মী নারায়ণ মন্দিরেও রাস উৎসব মেলা উদযাপন হচ্ছে।
এদিকে রাস উৎসব উপলক্ষে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মংসুই প্রু চৌধুরী অপু খাগড়াছড়ি কেন্দ্রীয় লক্ষ্মী নারায়ণ মন্দির পরিদর্শন করেন। এসময় রাস উৎসব উদযাপন উপলক্ষে ৫০ হাজার টাকা রাস পূজার উদযাপন কমিটির হাতে তুলে দিয়েছেন তিনি।
বাংলাদেশ সময়: ১৩৪৫ ঘণ্টা, নভেম্বর ২০, ২০২১
এডি/এএটি