ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

যাত্রী হয়রানি বন্ধে পর্যাপ্ত বাস নিশ্চিতের দাবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫১ ঘণ্টা, নভেম্বর ২০, ২০২১
যাত্রী হয়রানি বন্ধে পর্যাপ্ত বাস নিশ্চিতের দাবি

ঢাকা: বাসভাড়া নিয়ন্ত্রণ ও যাত্রী হয়রানি বন্ধ করতে পর্যাপ্ত বাস নিশ্চিত এবং চক্রান্তকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছে পরিবেশ বাঁচাও আন্দোলনসহ (পবা) ১৯টি সংগঠন।

শনিবার (২০ নভেম্বর) দুপুরে জাতীয় জাদুঘরের সামনে ‘বাসভাড়া নিয়ন্ত্রণ ও যাত্রী হয়রানি বন্ধ করতে পর্যাপ্ত বাস নিশ্চিত করা ও চক্রান্তকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই’ শীর্ষক মানববন্ধন ও সমাবেশ থেকে এ দাবি করা হয়।

পবার সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. আবদুস সোবহানের সভাপতিত্বে ও সম্পাদক এম এ ওয়াহেদের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন- পবার চেয়ারম্যান আবু নাসের খান, নাসফের সাধারণ সম্পাদক মো. তৈয়ব আলী, পুরান ঢাকা নাগরিক উদ্যোগের সভাপতি নাজিমউদ্দীন, পরিবেশ আন্দোলনের সভাপতি আমির হাসান মাসুদ, পরিবেশ উন্নয়ন সোসাইটির সাধারণ সম্পাদক মেনন চৌধুরী, আইনের পাঠশালার সভাপতি সুব্রত কুমার দাস, বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলনের প্রচার ও গবেষণা সম্পাদক হাসিবুল হক পুনম, দেবীদাস ঘাট সমাজ কল্যাণ সংসদের সভাপতি মো. মুসা প্রমুখ।

সমাবেশ থেকে বক্তারা সব রুটে মানসম্মত ও পর্যাপ্ত সংখ্যক বাস নিশ্চিত, বিআরটিসির অন্যান্য প্রতিষ্ঠানের কাছে লিজ প্রথা বাতিল, সরকার কর্তৃক নির্ধারিত ভাড়ার অতিরিক্ত ভাড়া আদায় না করতে পারা নিশ্চিত করা এবং যে কোনো অজুহাতে অতিরিক্ত বাস ভাড়া বাড়ানো প্রতিহত করা, হাইকোর্টের রায়, বিদ্যামান আইন ও প্রধানমন্ত্রীর নির্দেশ উপেক্ষা করে যারা নানা অজুহাতে বাস চালনা বন্ধ, যাত্রী হয়রানি, অতিরিক্ত ভাড়া আদায়সহ পরিবহন খাতে নৈরাজ্য ও জনদুর্ভোগ সৃষ্টি করছে এমন চক্রান্তকারীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহণ, শিক্ষার্থীদের হাফ ভাড়ায় চলাচল নিশ্চিত, সব বাসে দৃশ্যমান বিভিন্ন স্থানে সরকার কর্তৃক নির্ধারিত ভাড়ার তালিকা লাগানো এবং টিকিট সিস্টেম চালুর সুপারিশ করা হয়।

বাংলাদেশ সময়: ১৬৪৯ ঘণ্টা, নভেম্বর ২০, ২০২১
আরকেআর/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।