খুলনা: খুলনায় আগুনে আটটি ঘর ভস্মিভূত হয়েছে। শনিবার (২০ নভেম্বর) দুপুর দেড়টার দিকে মহানগরের ফারাজীপাড়া দেবেন বাবু রোডের টিনার বস্তিতে এ আগুন লাগে।
ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমে দায়িত্বরত লিডার সিরাজুল ইসলাম জানান, খবর পেয়ে চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
ফায়ার সার্ভিসের সিনিয়র স্টাফ অফিসার মো. সাইফুজ্জামান জানান, খবর পেয়ে টুটপাড়া ও বয়রার চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ২টার দিকে। প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে বিকেল ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। এ ঘটনায় ওই বস্তির আটটি ঘর পুড়ে গেছে। এতে প্রায় ১২ লাখ টাকার ক্ষতি হয়েছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, নভেম্বর ২০, ২০২১
এমআরএম/আরবি