ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

হর্ন বাজাতে নিষেধ করায় কাউন্সিলর লাঞ্ছিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৩ ঘণ্টা, নভেম্বর ২০, ২০২১
হর্ন বাজাতে নিষেধ করায় কাউন্সিলর লাঞ্ছিত সৈয়দপুরে কাউন্সিলর লাঞ্ছিতের ঘটনায় দু’পক্ষের মধ্যে উত্তেজনা

নীলফামারী: মার্কেটে জোরে হর্ন বাজাতে নিষেধ করায় মোটরসাইকেল চালকের হাতে লাঞ্ছিত হয়েছেন এক পৌর কাউন্সিলর। শনিবার (২০ নভেম্বর) দুপুরের দিকে নীলফামারীর সৈয়দপুর শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত সৈয়দপুর প্লাজা সুপার মার্কেটে এ ঘটনা ঘটেছে।

সৈয়দপুর প্লাজা সুপার মার্কেটে প্রবেশ গেট রয়েছে পাঁচটি। তা দিয়ে হরদম মোটরসাইকেল ঢুকছে, আর বের হচ্ছে। শনিবার দুপুরের দিকে ওই মার্কেটে অবস্থিত মার্ভেলাস গার্মেন্টেসের মালিক মিলনের ছোট ভাই সুজন (২৪) পেছন গেট দিয়ে অতিরিক্ত গতিতে জোরে জোরে হর্ন বাজাতে বাজাতে মার্কেটে ঢোকেন। এ সময় মার্কেট প্রাঙ্গণে দাঁড়িয়ে ছিলেন সৈয়দপুর পৌরসভার ৪নং ওর্য়াডের কাউন্সিলর মিন্টু জোবায়দুল ইসলাম।

মোটরসাইকেল আরোহী সুজনকে তিনি বলেন, রাস্তায় জোরে হর্ন বাজালে চলে, কিন্তু মার্কেটের ভেতর বা প্রাঙ্গণে আস্তে বাজাও। তার এ কথাতে সুজন ক্ষিপ্ত হয়ে কাউন্সিলরের শার্টের কলার ধরে মারধর শুরু করে। এ ঘটনায় দু’পক্ষের লোকজন সেখানে ভিড় জমায়। এ সময় কথা-কাটাকাটি থেকে বিষয়টি শুরুতর আকার ধারণ করলে মার্কেট সমিতি এগিয়ে এসে বিষয়টি নিষ্পত্তি করে দেন।

কাউন্সিলর জোবায়দুল এ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মোটরসাইকেল আরোহীকে হর্ন বাজাতে নিষেধ করায় সে আমাকে লাঞ্ছিত করে। বিষয়টি সৈয়দপুর প্লাজা ব্যবসায়ী সমিতিকে লিখিতভাবে জানাবেন।

বাংলাদেশ সময়: ১৭৫১ ঘণ্টা, নভেম্বর, ২০.১১.২০২১
এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।