রাজবাড়ী: রাজবাড়ীর পদ্মানদীর চরভদ্রাসন ও চরকর্নেশনা এলাকায় ধরা পড়ছে প্রায় ৫ কেজি ২০০ গ্রাম ঢাই, ৪২ কেজির বাঘাইড় ও ১০ কেজি ওজনের কোড়াল মাছ।
শনিবার (২০ নভেম্বর) সকালে মাছগুলো বিকাশ ও রফিক নামে পৃথক দুই জেলের জালে ধরা পড়ে।
মাছ ব্যবসায়ী সম্রাট শাজাহান শেখ বাংলানিউজকে জানান, বিকাশ হালদারের জালে ধরা পড়া ঢাই ও কোড়াল এবং রফিক হালদারের জালে ধরা পড়া বাঘাইড় মাছ তিনটি কিনে সামান্য লাভে কাচপুরের মদনপুরের একই ব্যবসায়ীর কাছে বিক্রি করেছেন। এখন নদীতে অনেক বড় বড় মাছ ধরা পড়ছে। এবং অল্প সময়ের মধ্যে সেই মাছগুলো বিক্রি হয়ে যাচ্ছে। সামান্য লাভে তিনি মাছগুলো বিক্রি করেন।
বাংলাদেশ সময়: ১৮১৯ ঘণ্টা, নভেম্বর ২০, ২০২১
এনটি