ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

‘আমরা দল থেকে সমর্থন দিতে পারি, আবার প্রত্যাহারও করতে পারি’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪০ ঘণ্টা, নভেম্বর ২০, ২০২১
‘আমরা দল থেকে সমর্থন দিতে পারি, আবার প্রত্যাহারও করতে পারি’

মাদারীপুর: ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আচরণবিধি মেনে চলতে প্রার্থীদের প্রতি কঠোর হুঁশিয়ারি দিয়ে জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই আলম চৌধুরী বলেন, আমরা দল থেকে সমর্থন দিতে পারি, আবার প্রত্যাহারও করতে পারি।

নির্বাচনে আচরণবিধি ভঙ্গকারীদের বিরুদ্ধে আইনগত ও দলীয় কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে কঠোর নির্দেশ দেন চিফ হুইপ।

 

শনিবার (২০ নভেম্বর) দুপুরে মাদারীপুরের শিবচর পৌরসভার চৌধুরী ফাতেমা বেগম অডিটোরিয়ামে আসন্ন চতুর্থ দফা ইউনিয়ন পরিষদ নির্বাচনে শিবচরের ৩ ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় তিনি এ কথা বলেন। এর আগে, চিফ হুইপ শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জিন এক্সপার্ট রুমের উদ্বোধন করেন।

এ সময় চিফ হুইপ বলেন, আগামী নির্বাচনে আওয়ামী লীগ থেকে যেসব প্রার্থীদের সমর্থন দেওয়া হয়েছে পরবর্তীকালে তারা যদি দলীয় শৃংখলা ভঙ্গ করেন, পাশ্ববর্তী এলাকার লোকজন এনে প্রভাবিত করার চেষ্টা করেন বা অন্য কোনো পথ বেছে নেন তাহলে আবারও সভা করে তাদের সমর্থন প্রত্যাহার করা হবে।

তিনি আরও বলেন, যেসব নেতারা ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ নেবেন তারা দলীয় পদ থেকে রিজাইন দিয়েছেন। সেই শুন্য পদে আজই নেতা নির্বাচন করা হবে। কেউ নির্বাচনী আচরণ বিধিভঙ্গ করলে কেউ গ্রেফতার হলে বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যবস্থা নিলে আওয়ামী লীগ তার দায় নেবে না। এক্ষেত্রে দলীয়ভাবেও ব্যবস্থা নেওয়া হবে।

চিফ হুইপ বলেন, ভোট ও ভাতের অধিকারের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংগ্রাম করেছেন। সেই অধিকার রক্ষায় সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণ যাকে পছন্দ করবে তাকেই ভোট দেবে। আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে জেলা, উপজেলা ও পৌরসভা আওয়ামী লীগের কোন নেতারা কোনো প্রার্থীকে সমর্থন করতে পারবে না। আর যাদের প্রার্থী রয়েছেন তারাও কেউ এসব নেতাদের সমর্থন পাওয়ার চেষ্টা করবেন না।

এ সময় মাদারীপুর জেলা পরিষদের চেয়ারম্যান মুনির চৌধুরী, শিবচর উপজেলা চেয়ারম্যান আ. লতিফ মোল্লা, পৌরসভার মেয়র মো. আওলাদ হোসেন খান, জেলা আওয়ামী লীগ সভাপতি শাহাবুদ্দিন আহম্মেদ মোল্লা, সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে, উপজেলা আওয়ামী লীগ সভাপতি মুক্তিযোদ্ধা শাজাহান মোল্লা, সাধারণ সম্পাদক ডা: মো. সেলিম, উপজেলা ভাইস চেয়ারম্যান বিএম আতাউর রহমান, ফাহিমা আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ১৮৩৯ ঘণ্টা, নভেম্বর ২০, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।