ফেনী: দেশের অর্থনৈতিক অন্তর্ভুক্তিতে বিশেষ অবদান রাখা প্রবাসী অধ্যুষিত ফেনী জেলায় প্রবাসীদের জন্য বিশেষ সেবা চালু করেছে জেলা পুলিশ বিভাগ। পুলিশ সুপার কার্যালয়ে স্থাপন করা হয়েছে প্রবাসী কল্যাণ ডেস্ক।
০১৩২০১১২৯৬৫ এ নাম্বারের কল দিয়ে দিনরাত ২৪ ঘণ্টা প্রবাসীরা সেবা পাবেন বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল-মামুন।
পুলিশ সুপার আরও জানান, ফেনীর যে কোন প্রবাসী যে কোন সময় নিজের অথবা নিজের পরিবারের যে কোন সেবার জন্য ফোন দিয়ে সেবা নিতে পারবেন। বিপুল সংখ্যাক ফেনীবাসী প্রবাসে থাকেন তাদের নিজের ও পরিবারের যে কোন ধরনের পুলিশিং সেবা দেওয়ার জন্য এ কার্যক্রম চালু করা হয়।
সপ্তাহে ৭ দিন ২৪ ঘণ্টা এ উক্ত নাম্বারে যোগাযোগ করে আইনের ভিতর থেকে পুলিশিং সেবা নিতে পারেন। এ নম্বরে হোয়াটস অ্যাপ, ইমোসহ অন্যান্য অ্যাপ সমূহ চালু থাকবে।
প্রসঙ্গত, গত ১০ নভেম্বর জেলায় কর্মরত সংবাদকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় নবাগত পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন প্রবাসীদের সহযোগীতা করার আশ্বাস প্রদান করেছিলেন। তিনি বলেছিলেন প্রবাসীদের কল্যাণে ফেনী পুলিশ হেল্প লাইন চালু করবেন।
বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, নভেম্বর ২০, ২০২১
এসএইচডি/এনএইচআর