বেনাপোল (যশোর): বেনাপোল এলাকার বালুন্ডা গ্রাম থেকে প্রায় ৫০০ পিস বোমা তৈরির সরঞ্জাম, তিনটি শক্তিশালী বোমাসহ দেশিও অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি।
শনিবার ( ২০ নভেম্বর) বিকেলে বেনাপোল পোর্ট থানাধীন বালুন্ডা গ্রাম থেকে উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়- ইউপি নির্বাচনকে সামনে রেখে সহিংসতার জন্য উপজেলার ৫ নম্বর পুটখালি ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর ১০ জন সমর্থক বালুন্ডা গ্রামের একটি বাঁশ বাগানের মধ্যে বোমা তৈরি করছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। এসময় পুলিশের উপস্থিত টের পেয়ে কৌশলে পালিয়ে যায়। এছাড়া উদ্ধারকৃত বোমা তৈরির সরঞ্জামের মধ্যে রয়েছে, তিনটি তাজা বোমা, দেড় কেজি গান পাউডার, ৬ কেজি জালের কাঠি, একটি রামদা, জদ্দার কৌটা, কচ টেপ, ও বোমা বাধর শুতালি।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান জানান, ইউপি নির্বাচনকে সামনে রেখে সহিংসতার জন্য এসব বোমা তৈরি হচ্ছিলো। যারাই এই কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকবে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এবং কোন ভাবেই যেনো সহিংসতা না হতে পারে সে জন্য পুলিশ টহল আরও জোরদার করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৯১৪ ঘণ্টা, নভেম্বর ২০, ২০২১
এনএইচআর