বরগুনা: বরগুনার তালতলীতে ৩৫০ মেগাওয়াট কয়লা ভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রে ঘুমানোকে কেন্দ্র করে নিজেদের মধ্যে সংঘর্ষে তিন চীনা নাগরিক আহত হয়েছেন।
শনিবার (২০ নভেম্বর) সকালে বিদ্যুৎ কেন্দ্রে অবস্থিত সাংহাই ৪ নামক আবাসিক এলাকা থেকে উদ্ধার করে তাদের হাসপাতালে পাঠানো হয়।
জানা গেছে, শুক্রবার (১৯ নভেম্বর) রাতে ঘুমানোর সময় বিরক্ত করার জন্য লংএনজিং(৩৩) এবং চিং চাং গান (৩৫) মিলে রাতে হাং চাং হুয়াকে (৩০) মারধর করেন। রাতের ঘটনার জের ধরে শনিবার সকালে একই স্থানে ওই দু’জনের ওপর হামলা হয়। এতে মোট তিনজন আহত হন।
আহত হাং চাং হুয়া প্রাথমিক চিকিৎসা শেষে বিদ্যুৎ কেন্দ্রে চলে আসেন এবং বাকি লংএনজিং ও চিং চাং গানকে উন্নত চিকিৎসার জন্য পটুয়াখালী হাসপাতালে পাঠানো হয়েছে।
এ বিষয় তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, এখন পর্যন্ত এ বিষয় তারা কোন আইনি পদক্ষেপ নেয়নি।
বাংলাদেশ সময়: ২০৩৩ ঘণ্টা, নভেম্বর ২০,২০২১
এমএমজেড