ফরিদপুর: ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়েছে ২০ কেজি ওজনের একটি কাতল মাছ।
শনিবার (২০ নভেম্বর) উপজেলার চর শালিপুর সংলগ্ন পদ্মা নদী থেকে মাছটি ধরা পড়ে রবি হালদার নামে এক জেলের জালে।
জেলে রবি পাবনা জেলার বেড়া উপজেলার বাসিন্দা। চরভদ্রাসন এলাকায় পদ্মা নদীতে মাছ শিকার করে জীবিকা নির্বাহ করেন তিনি।
রবি বাংলানিউজকে জানান, এই সময়ে পদ্মা নদীর চরভদ্রাসন অংশে বড় বড় আকৃতির পাঙাস, কাতল, বাঘাইড়, ঢাই মাছ ধরা পড়ে। ওই মাছের আশায় আমরা ঘর বাড়ি ছেড়ে এই এলাকায় এসে মাছ শিকার করি। অনেকদিন পর বড় আকৃতির একটি কাতল ধরতে পেরে খুব আনন্দ লাগছে।
উপজেলা মৎস্য কর্মকর্তা এস এম মাহমুদুল হাসান বাংলানিউজকে বলেন, অন্য এলাকার পানি অপেক্ষা পদ্মানদীর পানি মিঠা। এই সময় এ এলাকায় বড় বড় মাছ বেশি দেখা যায়। নদীর মাছ বরাবরই সুস্বাদু। আর পদ্মা নদীর বড় কাতলের তো কোনো তুলনাই চলে না।
বাংলাদেশ সময়: ২০৪৬ ঘণ্টা, নভেম্বর ২০, ২০২১
এনটি