ঢাকা: রাজধানীতে ওয়েল্ডিংয়ের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে দুইজনের মৃত্যু হয়েছে। এরা হলেন আরিফুল ইসলাম সোহেল (২৮) ও জাহাঙ্গীর আলম (৩২)।
রোববার (২১ নভেম্বর) বেলা দুইটার দিকে বাড্ডা থানা এলাকার সাতারকুল রহমত উল্লাহ গার্মেন্টসের পাশে এই দুর্ঘটনা ঘটে। অচেতন অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুপুর ৩টার দিকে তাদের মৃত ঘোষণা করেন।
নিহতদের মধ্যে আরিফুল ইসলাম সোহেলের বাড়ি ঢাকার নবাবগঞ্জে। বাবার নাম আবুল হোসেন। সাতারকুল ব্রিজের পাশে মা ইঞ্জিনিয়ারিং ওয়াকশপের মালিক। স্ত্রী মেঘলাসহ পরিবার নিয়ে সাতারকুল তালতলা এলাকায় থাকতেন।
আর জাহাঙ্গীরের বাড়ি ঢাকার নবাবগঞ্জ বান্দুরা বক্তনগর গ্রামে। বাবার নাম কুদ্দুস বিশ্বাস। থাকতেন উত্তর বাড্ডা স্বাধীনতা স্বরণিতে। ওয়ার্কশপটিতে মিস্ত্রিত্রী হিসেবে কাজ করতেন।
তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া দোকানের কর্মচারী মো. হোসাইন জানান, দুপুরে তারা ৯ জন মিলে রহমত উল্লাহ গার্মেন্টস সংলগ্ন রাস্তার পাশে খালি জায়গায় স্টিল দিয়ে ঘর নির্মাণের কাজ করছিলেন। একই জায়গায় রাজমিস্ত্রিরাও বিল্ডিংয়ের কাজ করছিল। ওয়েল্ডিংয়ের কাজ করার সময় সেখান থেকে বিদ্যুতায়িত হয়ে অচেতন হন সোহেল, জাহাঙ্গীর, মিরাজ (৪৫) ও আদনান।
সোহেল ও জাহাঙ্গীরকে উদ্ধার করে ঢামেকে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। তবে মিরাজ ও আদনান মোটামুটি সুস্থ থাকায় তাদেরকে কোনো হাসপাতালে নেওয়া হয়নি।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বিদ্যুৎস্পৃষ্টে দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, তাদের মরদেহ মর্গে রাখা হয়েছে। ঘটনাটি বাড্ডা থানা পুলিশকে জানানো হয়েছে।
এদিকে বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, বিস্তারিত জানার জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, নভেম্বর ২১,২০২১
এজেডএস/এমএমজেড