রাজবাড়ী: রাজবাড়ীতে নসিমন চাপায় ১০ মাসের অন্তঃসত্ত্বা বন্যা বেগম (২৬) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
রোববার (২১ নভেম্বর) দুপুরে রাজবাড়ী সদর উপজেলার দাদশী ইউনিয়নের বক্তারপুরে এ দুর্ঘটনা ঘটে।
বন্যা ১০ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। এতে তার গর্ভের সন্তানেরও মৃত্যু হয়। এ ঘটনায় তার ৪ বছর বয়সী মেয়ে হাবিবা আহত হয়েছেন।
বন্যার চাচা সাহেব আলী বাংলানিউজকে জানান, বন্যা তার মেয়ে হাবিবাকে নিয়ে বাড়ির সামনের রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলেন। এ সময় সিঙা বাজার থেকে দাদশীর দিকে যাওয়া বেপরোয়া গতির একটি নসিমন তাদের ধাক্কা দেয়। এতে বন্যা ও তার মেয়ে গুরুতর আহত হন। তাদের হাসপাতালে নেওয়া হলে ডাক্তার বন্যাকে মৃত ঘোষণা করেন। বন্যা ১০ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। ডিসেম্বর মাসের ১৬ তারিখে তার বাচ্চা প্রসবের তারিখ ছিল। এ দুর্ঘটনার পর নসিমন ও চালককে আটক করে স্থানীয়রা।
রাজবাড়ী সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক সোমা প্রামানিক বাংলানিউজকে জানান, হাসপাতালে নেওয়ার আগেই ওই নারীর মৃত্যু হয়। পরীক্ষা-নীরিক্ষা করে দেখেন গর্ভের সন্তানও বেঁচে নেই।
রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদত হোসেন বাংলানিউজকে বলেন, অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৫৫৪ ঘণ্টা, নভেম্বর ২১, ২০২১
এনটি