ঢাকা: রাজধানীর বিমানবন্দর রেলস্টেশনে ট্রেনের ধাক্কায় মেহেদী হাসান (২৪) নামের এক যুবক নিহত হয়েছেন।
রোববার (২১ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মেহেদী কুমিল্লার দেবিদ্বার উপজেলার মধুমুড়া গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে।
পাঁচ ভাই-বোনের মধ্যে তিনি তৃতীয়। রাজধানীর মধ্য বাড্ডার আলাতুননেছা স্কুলের পাশে একটি বাসায় ভাড়া থাকতেন মেহেদী। রাজমিস্ত্রীর কাজ করতেন। তার চাচাতো ভাই মো. রাফিন বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত মেহেদীর বন্ধু মো. পারভেজ বলেন, বিকেলে দুই বন্ধু সাগর ও রাব্বির সঙ্গে ঘুরতে বের হয় মেহেদী। সন্ধ্যার পর ট্রেনের ধাক্কায় আহত হলে সাগর ও রাব্বি তাকে বাড্ডা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে পাঠানো হয় ঢামেক হাসপাতালে।
পারভেজ আরও বলেন, রেললাইনের পাশে প্রস্রাব করতে গিয়েই দুর্ঘটনার শিকার হন মেহেদী।
তবে এ বিষয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া বাংলানিউজকে বলেন, মেহেদীকে যারা হাসপাতালে এনেছেন তারা ঘটনাস্থল সম্পর্কে সুনির্দিষ্ট কিছু বলতে পারছেন না। শুধু বলছেন, ট্রেনের ধাক্কায় দুর্ঘটনা ঘটেছে। বিষয়টি রেলওয়ে থানাকে অবহিত করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে রাখা আছে।
বাংলাদেশ সময়: ০০৫৯ ঘণ্টা, নভেম্বর ২২, ২০২১
এজেডএস/এনএসআর